জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Trina-DDJ: ‘এটা নাচ না লাফালাফি?’,’ডান্স ডান্স জুনিয়র’ এর মঞ্চে ক্যাপ্টেন তৃণার নাচ দেখে ট্রোলের বন্যা নেট দুনিয়ায়!তাই কি তড়িঘড়ি আনা হচ্ছে সৃজলাকে ক্যাপ্টেন সীটে?

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃণা সাহা। যাকে সম্প্রতি দেখতে পাওয়া গেছে স্টার জলসার ‘খড়কুটো’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে। কয়েকদিন আগেই শেষ হয়েছে এই ধারাবাহিকটি ।তার পরেই তাকে দেখতে পাওয়া গেছে স্টার জলসার নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়ার’ এ ক্যাপ্টেন এর ভূমিকায়। এই রিয়ালিটি শোতে দর্শকরা ক্ষুদে শিল্পীদের নাচ দেখে মুগ্ধ। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় তাদের নাচ নিয়ে একাধিক প্রশংসনীয় মন্তব্য ভেসে আসে।

তবে শোটি শুরু হওয়ার পর থেকেই বিচারক এবং ক্যাপ্টেনদের নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছিল। এই রিয়ালিটি শোতে বিচারকের আসনে রয়েছে টলিউড সুপার স্টার দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং অভিনেত্রী মনামি ঘোষ। এবং ক্যাপ্টেনের আসনে দেখতে পাওয়া যায় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের গুনগুন তথা অভিনেত্রী তৃনা সাহা, খুকুমণি তথা অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং গঙ্গারাম তথা অভিনেতা অভিষেক বসুকে। ক্যাপ্টেনদের দেখে বেশ সমালোচনা হয়েছিল নেট মাধ্যমে। অনেকেই বলেছিলেন যে যারা ক্যাপ্টেন হয়েছে তারা কি আদেও না জানে!

Trina Saha Bhattacharya (@trinasaha21) posted on Instagram: “Caption for  me!!!Will caption the best one on my next upload 😍❤️ . . #sunday … |  Fashion, Saree, Trina

তবে এ বার এই সমালোচনা বেড়ে গেল তৃণার এটি নাচের পারফরম্যান্স দেখে। প্রসঙ্গত কিছুদিন আগেই এই রিয়ালিটি শোতে অতিথি বিচারকের আসনে দেখতে পাওয়া গিয়েছিল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবং অভিনেতা যিশু সেনগুপ্তকে। তাদের সামনে তৃনা একটি বিশেষ নাচ পরিবেশন করে দেখান। সেখানে তৃনা পড়েছিলেন একটি লাল রঙের ধুতি প্যান্ট সঙ্গে গোল্ডেন কালারের টপ এবং লাল জ্যাকেট। ‘ও হামদম সোনিয়ো রে’ গানে ফিউসন নৃত্য পরিবেশন করেন তৃণা।

আর সেই ভিডিও চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রকাশ করা হয় তারপরেই কমেন্ট বক্সে একাধিক সমালোচনা ভেসে আসে। কেউ বলছেন, ‘এটা নাচ? ক্যাপ্টেনরাই নাচ জানে না’। কেউ আবার লেখেন, ‘এটা নাচ না লাফালাফি?’ অনেকে আবার লিখেছে, ‘ব্যাকগ্রাউন্ড ডান্সারগুলো অনেক ভালো নাচছে’। তবে এরই মধ্যে অভিনেত্রীর ভক্তরায় তাকে প্রশংসায় ভরিয়েছেন এবং তার সাথে ট্রলারদের যোগ্য জবাবও দিয়েছেন।তাদের মতে, ‘কিছু মানুষের সমালোচনা করা ছাড়া কোনও কাজ নেই, সেটা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে’।

Nira

                 

You cannot copy content of this page