টলিপাড়ায় আবারও খুশির হাওয়া! টলিপাড়ায় একের পর এক সুখবর আসছে। কিছুদিন আগেই একাধিক তারকা অভিভাবক হয়েছেন, আর এবার সেই তালিকায় যোগ দিলেন গৌরব-ডায়ানা। জনপ্রিয় অভিনেতা গৌরব মণ্ডল (Gourab Mandal) এবং তার স্ত্রী গোপী চিন্তামণি ডায়ানা (Chintamani Diana) তাদের জীবনের সবচেয়ে আনন্দের খবর শেয়ার করলেন। চলতি বছরের জানুয়ারিতে বৃন্দাবনের ধুমধাম করে বিয়ে হয় তাদের। তবে আইনি বিয়ে সেরেছেন বেশ কিছু মাস আগে।
মাত্র কয়েক মাসের মধ্যেই সুখবর দিলেন তারা—শীঘ্রই বাবা-মা হতে চলেছেন এই জনপ্রিয় দম্পতি। সমাজ মাধ্যমে গৌরবের জন্মদিন উপলক্ষে, বেবি বাম্পের ছবি শেয়ার করে তারা জানিয়েছেন, তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ডায়ানা তার বেবি বাম্প স্পর্শ করছেন আর পাশে দাঁড়িয়ে গৌরব উচ্ছ্বাসের হাসি দিচ্ছেন। ক্যাপশনে তারা লিখেছেন, “আমাদের ভালোবাসার ফল আসতে চলেছে, আজকের এই বিশেষ দিনে শ্রী কৃষ্ণের এই উপহার…

নতুন অধ্যায়ের জন্য তৈরি হচ্ছি, আর লুকাতে পারলাম না।” অনুরাগীরা একের পর এক শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, আর তারকাদের অনেকেই তাদের এই নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কবে তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে, তা এখনো জানা যায়নি, তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন অতিথির আগমনের জন্য। প্রসঙ্গত গৌরব ও ডায়ানার প্রেমকাহিনি নিয়ে আগে থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল।
আরও পড়ুনঃ বয়েজ হোস্টেলে ধরা পড়ল পারুল! ছদ্মবেশ ফাঁস হতেই রায়ান কি নতুন চক্রান্ত করবে?
ভিন্ন সংস্কৃতির হলেও ভালোবাসা এবং কৃষ্ণ প্রেমের টানে একসঙ্গে পথ চলা শুরু করেছেন তারা। চিন্তামণি পেশায় একজন নিত্য শিল্পী ও রাশিয়ান, পরিবার দীর্ঘদিন থেকে ইসকনের সঙ্গে যুক্ত থাকায় এই দেশের নিবাসী হন তিনি। বিয়ের পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে, আর এবার নতুন সদস্যের আগমনের খবরে তাদের অনুরাগীরা ভীষণ উচ্ছ্বসিত। গৌরব পেশায় একজন জনপ্রিয় অভিনেতা হলেও ডায়ানা নিজেকে লাইমলাইটের বাইরে রেখেছেন।
তবে তাদের জুটি বরাবরই আলোচনায় থেকেছে। গৌরব ও চিন্তামণি ডায়ানার এই নতুন অধ্যায় যেন ভালোবাসা ও আনন্দে ভরে থাকে, এমনটাই প্রার্থনা করছেন তাদের অনুরাগীরা। অভিনেতার ব্যক্তিগত জীবনের এই খুশির খবর তার কর্মজীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা, এই দম্পতি কবে তাদের নতুন অতিথিকে স্বাগত জানাবেন!