প্রেমের এই জগতের নাটকীয়তা, যেখানে দুই অভিনেতার নাম উঠে এসেছে—সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। তাদের সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় চলছে নানা গুঞ্জন। অভিনেত্রী সুস্মিতার পুরনো প্রেমের ভাঙনের পর নতুন এক সম্পর্কে জড়ানোর কথা শোনা যাচ্ছে। এই ফাঁদে কে কোথায় ধরা পড়ে, তা এখন একটি রহস্য।
২০২৩-এর ডিসেম্বর থেকে শুরু হয় সুস্মিতা এবং সাহেবের জুটি ‘কথা’ ধারাবাহিকে। প্রথমে তারা একে অপরকে জানতেন না, কিন্তু সময়ের সাথে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর সেই বন্ধুত্ব যে ভালোবাসায় পরিণত হয়েছে, তা নিয়ে এখন আলোচনা চলছে। যদিও সুস্মিতার পুরনো প্রেমিক অনির্বাণের সঙ্গে তাদের ফ্ল্যাট কেনার ঘটনা সম্পর্ক নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে।
প্রেমে পড়েছেন সাহেব-সুস্মিতা!
সুস্মিতা সম্প্রতি জানিয়েছিলেন, তিনি এবং অনির্বাণ একসঙ্গে একটি ফ্ল্যাট কিনেছেন এবং সেখানে স্টুডিওর ব্যবস্থাও রয়েছে। তবে, সেই সুখী মুহূর্তগুলো এখন প্রশ্নবিদ্ধ। সাহেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা নিয়ে নীরব রয়েছেন সুস্মিতা। তিনি জানিয়েছেন, বিষয়টি খুব স্পর্শকাতর।
সাহেব এই বিষয় নিয়ে কথা বলায়, তিনি জানিয়েছেন, দর্শকদের ভালোবাসা তাদের সম্পর্কের রসায়নের প্রমাণ। তিনি মনে করেন, দর্শকেরা তাদের জুটির জন্য মুখিয়ে থাকেন এবং সেটি বাস্তবে রূপ নিতে পারে। তবে, সুস্মিতা এখনও নিশ্চুপ, যা দর্শকদের মধ্যে আরও কৌতূহল বাড়াচ্ছে।
আরও পড়ুনঃ “ছোটবেলায় টালিগঞ্জে এসেছিলাম, আমায় ঢুকতে দেয়নি, আজ সেখানেই..” ইঞ্জিনিয়ার থেকে অভিনেতা হওয়ার জার্নি শোনালেন ‘হৃদান’ আয়ান ঘোষ
সুস্মিতার সামাজিক মাধ্যমে অনির্বাণের ছবি থাকলেও, সাহেবের সঙ্গে তার ছবির সংখ্যা বেশি। এই দ্বন্দ্ব তৈরি করেছে প্রেমের নতুন সম্ভাবনা এবং আগের সম্পর্কের অবসান নিয়ে। তাহলে, সত্যিই কি নতুন প্রেমের উজ্জ্বল আলোয় পা রাখতে চলেছেন সুস্মিতা? সময়ই তা বলবে।