টেলিভিশন পর্দায় অহরহ আসছে নতুন মেগা সিরিয়াল। পাল্লা দিয়ে নতুন ধারাবাহিক আনছে জি বাংলা ও স্টার জলসা। ইতিমধ্যে কিছুদিন আগে জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে নতুন ধারাবাহিক পরিণীতা (Parineeta)। এই মেগা সিরিয়ালটির গল্প প্রথম থেকেই দর্শক মন জয় করে নিয়েছে। আর এবার ধারাবাহিকের নায়ক নায়িকা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) ও ঈশানী চ্যাটার্জি (Ishani Chatterjee) এলেন আড্ডায়।
অফস্ক্রিনেও মারামারি করে উদয়-ঈশানী!
জি বাংলার এই মেগা সিরিয়ালটির গল্প অন্যান্য ধারাবাহিকগুলির তুলনায় অনেকটাই আলাদা। এই ধারাবাহিকের নায়িকা দাপুটে পারুল বিয়ে করেছে শহুরে রায়ানকে। কিন্তু প্রথম থেকেই দুজনের মধ্যে বেজায় ঝগড়া। শুধু ঝগড়া নয় সারাক্ষণ রীতিমতো মারামারি। মাঝেমধ্যেই পারুলের কাছে এক্কেবারে জব্দ হয়ে যায় রায়ান।
এই প্রথম ‘পরিণীতা’ ধারাবাহিকে অভিনেতা উদয় প্রতাপ সিং লিড অভিনেতার চরিত্রে অভিনয় করছেন। উদয়ের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী ঈশানী চ্যাটার্জী। নবাগতা অভিনেত্রী স্ক্রিন মাতিয়ে রেখেছেন। সকলেই ঈশানীর জন্য প্রশংসায় পঞ্চমুখ। এমনকি দু’জনকে টম এন্ড জেরি বলে অভিহিত করছেন অনেকেই।
উদয় ও ঈশানীর সঙ্গে আড্ডা দিতে গিয়ে জানা গেল, শুধুমাত্র অনস্ক্রিনে নয় অফস্ক্রিনেও দারুন মারামারি করেন দুজনে। প্রায় হাতাহাতি হয়ে যাওয়ার দশা। এমনকি উদয় নাকি কামড়ে দিচ্ছিল অভিযোগ তুললেন অভিনেত্রী। আবার অভিনেত্রী নাকি বাস্তবেও রনংদেহি হয়ে থাকেন অভিযোগ পর্দার রায়ানের।
তবে এই প্রথম একে অপরের সঙ্গে অভিনয় করে সুন্দর বন্ধুত্ব হয়েছে পারুল ও রায়ানের। সময় হলে আড্ডাও চলে দুরন্ত। এদিকে, টিআরপি তালিকায় এগিয়ে রয়েছে পরিণীতা। প্রথম সপ্তাহের পর থেকে ধারাবাহিকের অগ্রগতি চোখে পড়ার মত। আগামী দিনেও প্রতিযোগিতা জারি রাখবে পরিনীতা এই বিষয়ে আশাবাদী পারুল-রায়ান।