জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্বামীকে ডিভোর্স দিয়ে কোটি টাকার খোরপোষ নিলেন এই জনপ্রিয় বাঙালি নায়িকা!

বর্তমানে, ডিসেম্বরের কলকাতা শহরে ধীরে ধীরে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। আর বাঙালিদের কাছে শীতকাল মানেই ঘোরাফেরার সঙ্গে থাকে বিয়েবাড়ির সিজেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষত টলিউড মহলের বড় পর্দা থেকে ছোট পর্দার অনেক অভিনেতা-অভিনেত্রীরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। একদিকে যেমন সাত পাক এবং সিঁদুর দানের মাধ্যমে একসঙ্গে সারাজীবন পাশে থাকার অঙ্গীকার নিচ্ছেন নব দম্পতিরা অন্যদিকে আবার দেখতে পাওয়া যাচ্ছে অন্য কোনো পরিচিত টলিউড জুটির মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটছে।

বর্তমানে, টলি পাড়ায় কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। টলিউড ধারাবাহিকের পরিচিত মুখ সোহিনী গুহ রায় খুবই জাঁকজমকপূর্ণভাবে বছর দুয়েক আগে ব্যবসায়িক কল্লোল চৌধুরীকে বিয়ে করেছিলেন। গত বছর থেকে শুনতে পাওয়া যাচ্ছিল, সংসারে নানা মনোমালিন্যের কারণে আলাদা থাকছিলেন অভিনেত্রী। এরই মাঝে অভিনেত্রী এবং তাঁর স্বামী সমস্ত ঝামেলাকে সরিয়ে রেখে একসঙ্গে থাকতে শুরু করলেও কিছুদিন পর আবারও সেই ঝামেলা শুরু হওয়ায় পাকাপাকিভাবে আলাদা থাকতে শুরু করে অভিনেত্রী সোহিনী।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারা যায়, অভিনেত্রী ভ্রমণের জন্য গিয়েছিলেন মালদ্বীপে। আর তারপর থেকেই অভিনেত্রীকে ঘিরে নানান জল্পনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। দাবী ওঠে, “অভিনেত্রী তার স্বামীর থেকে কোটি টাকার খোরপোষ আদায় করেছেন।” অবশ্য খোরপোষ সংক্রান্ত প্রসঙ্গ উঠতে অভিনেত্রী নিজেই তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে খোলাখুলি মন্তব্য প্রকাশ করলেন।

সোহিনী বলেন, কোটি টাকার খোরপোষ নেওয়ার খবরটি মিথ্যে বলে দাবি করেন। এর সাথে অভিনেত্রী এও বলেন যে, “এটা সত্যি যে আমরা অনেকদিন ধরে আলাদা আছি, ডিভোর্সের প্রক্রিয়া চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। যে যেখানে থাকুক ভালো থাকুক, এটাই চাইবো। তবে এক কোটির খোরপোষের র খবরটা ভুয়ো।” এমনকি অভিনেত্রী বলেছেন, “বেশ কয়েকদিন হল আমি টালিগঞ্জের ফ্ল্যাটে মা-বাবার সঙ্গে রয়েছি।”

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page