জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্টার জলসার নতুন সিরিয়ালে ফিরছেন অনুষ্কা! মাঝপথে ‘রোশনাই’ ছেড়ে সুখবর দিলেন অভিনেত্রী

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল হল রোশনাই (Roshnai)। জলসা পর্দার মেগা সিরিয়ালটি নিয়ে প্রথম থেকেই গুঞ্জন শোনা যায়। একাধিক নায়িকাকে পেরিয়ে অবশেষে সিরিয়ালে নায়িকা হয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের পর এটাই ছিল তাঁর বিগ প্রজেক্ট। কিন্তু হঠাৎ করে ধারাবাহিক ছাড়লেন অনুষ্কা। ‌

নায়িকা বদল হতে বদলাচ্ছে ‘রোশনাইয়ের’ গল্প?

সবাইকে অবাক করে আচমকাই ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনুষ্কা। যদিও পরবর্তীতে জানা যায়, চিকিৎসকের পরামর্শ মতো এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। আর সেটা ধারাবাহিক চলাকালীন একেবারেই সম্ভব নয়। তিনি জানিয়েছেন, সেই কারণে মাঝ পথেই ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অনুষ্কা ধারাবাহিক ছাড়তে গুঞ্জন ওঠে এবার নতুন নায়িকা হবেন কে। ঠিক এই সময় মোহনা মাইতি, স্বস্তিকা দত্ত থেকে শুরু করে সৃজলা গুহ, রুকমা গুহ, দীপান্বিতা রক্ষিতের ও নাম শোনা যাচ্ছিল। কারণ নায়িকা ছাড়া এই সিরিয়ালের গল্প এগোনো সম্ভব না। কিন্তু পরবর্তীতে শোনা যায়, এঁদের মধ্যে কেউই নতুন রোশনাই হচ্ছেন না। রোশনাই চরিত্রে নাকি বেছে নেওয়া হয়েছে তিয়াসা লেপচাকে।

অন্দর থেকে খবর মেলে, নতুন নায়িকার লুক সেট হয়ে গিয়েছে। শনের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে? প্রশ্ন ওঠে অনুরাগীদের মধ্যে। আর টেলিপাড়ার কানাঘুষো মতো রোশনাই চরিত্রে দেখা যাচ্ছে তিয়াসা লেপচাকে। বাংলা মিডিয়াম ও কৃষ্ণকলি খ্যাত নায়িকা তিয়াসা বেশ অনেকদিনই ছোটপর্দার বাইরে রয়েছেন। সিরিয়ালের মাধ্যমেই কামব্যাক করলেন তিয়াসা।‌

আসছে অনুষ্কা গোস্বামীর নতুন সিরিয়াল

তবে এখন আবার একটি প্রশ্ন উঠছে, নায়িকার বদল হতে নাকি বদলে যাচ্ছে ধারাবাহিকের গল্প। তা কতটা সত্যি? আসলে শোনা যাচ্ছে যে, নায়িকা বদলের জন্য ধারাবাহিকের গল্প বদলাচ্ছে না। বরং আরো অনেক জমজমাট ‌পর্ব উপহার পেতে চলেছেন রোশনাই দর্শকরা। অন্যদিকে, যেহেতু অনুষ্কা এখনো স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন, তাই হয়তো খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে কামব্যাক করবেন অনুষ্কা।

TollyTales NewsDesk