জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘কাজল নদীর জলে’র পর ফের পর্দায় কামাল করতে ফিরছেন মৈনাক! এবার পুলিশ অফিসারের চরিত্রে, কোন ধারাবাহিকে?

তিনি বাংলা সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং দাপুটে অভিনেতা। একের পর এক কাজে তিনি মন জয় করেছেন বাঙালি দর্শকদের। কখন‌ও নায়ক আবার কখনও বা খলনায়কের চরিত্রে তিনি কামাল করেছেন। সিনেমা থেকে সিরিয়াল সব ক্ষেত্রেই নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি।‌ মূল চরিত্র হোক বা পার্শ্ব চরিত্র সবেতেই নজরকারা এই অভিনেতা।

ধূলোকণা সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা হোক বা ইচ্ছে পুতুলে মূল নায়ক চরিত্রে সবেতেই তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। ইচ্ছেপুতুল ধারাবাহিকটি দর্শকদের মধ্যে বেশ ভালো রকমের জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিল‌। সৌরনীল, মেঘ, তিতিক্ষার ধারাবাহিক জমাট বেঁধেছিল দর্শকদের মনে।‌

এরপর জি বাংলায় সদ্য‌ই আসে আর‌ও একটি নতুন ধারাবাহিক। ‘কাজল নদীর জলে’। এই ধারাবাহিকে দেখা যায় যে, কঙ্কাবতী সমুজ্জ্বলকে ভালোবাসে, সমুজ্জ্বলও কঙ্কাবতীকে ভালোবাসে কিন্তু তাদের সেই ভালোবাসা নীরব, সেই ভালোবাসার কখনও কোনও প্রকাশ ঘটেনি। কঙ্কাবতীর বিয়ের সম্বন্ধ এলে সে সমজ্জ্বলকে সবটা বলে। যাই হোক মৈনাক, অরুনিমা এবং অনিন্দ্য অভিনীত এই ধারাবাহিকটি মাস দুই এক চলতে না চলতেই বন্ধের মুখ দেখে।

আর এবার শোনা যাচ্ছে, ফের একবার পর্দায় দেখা যাবে অভিনেতা মৈনাক ব্যানার্জিকে। ‌ কোন চ্যানেলে কোন ধারাবাহিকে ফিরেছেন অভিনেতা? না এবার আর ধারাবাহিকে নয় একেবারে সম্পূর্ণ অন্য প্রজেক্টে ফিরছেন এই অভিনেতা। সিরিয়াল শেষ না হতে হতেই ফের নতুন প্রোজেক্টে মৈনাক। ছোটপর্দায় নয় বরং বড়পর্দায় ফিরছেন অভিনেতা। উল্লেখ্য, রহস্য রোমাঞ্চে ঘেরা ছবি ‘প্রহেলিকা য় দেখা যাবে অভিনেতাকে। এই ছবির পরিচালনা করছেন পরিচালক অয়ন দে। ছাড়াও ছবিতে রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো অভিনেতারা। মৈনাককে আবার পর্দায় দেখার জন্য বেশ উৎসুক তার ভক্তরা।

TollyTales NewsDesk