বিনোদন দুনিয়ায় একের পর এক বিয়ের খবর শোনা যাচ্ছে, আর তার মধ্যেই সামনেই সাড়া ফেলা এক বিয়ের অনুষ্ঠান। ১৯শে জানুয়ারি জনপ্রিয় তারকা জুটি শ্বেতা ও রুবেলের বিয়ে হতে চলেছে, যা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। তবে এই বিয়ের মরসুমে আরেকটি বিয়ের খবর নজর কেড়েছে। বিয়ের জল্পনার মধ্যে এমন এক অভিনেত্রীর নাম উঠে এসেছে, যিনি কখনও তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন। তবে প্রশ্ন হচ্ছে, কি সত্যিই বিয়ে হচ্ছে তার?
সম্প্রতি শোনা যাচ্ছে, ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালের অভিনেত্রী, যিনি টেলিভিশন পর্দায় সকলকে চমকে দেন, তিনি বিয়ে করতে চলেছেন। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অনেকেই মনে করছেন, এবার সত্যি সত্যি তার বিয়ে হতে চলেছে, তবে তার প্রেমিক কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও একাধিক পোস্টে তার বিয়ের প্রস্তুতির ছবি দেখা যাচ্ছে, তবে প্রথমে এই খবরটি দেখে মনে হতে পারে, এটি তার বিয়ে, কিন্তু জানা যাচ্ছে বর্তমানে শুধুমাত্র এংগেজমেন্ট টুকুই হচ্ছে।
‘মিত্তির বাড়ি’র খলনায়িকা, যিনি ইতিমধ্যেই বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন , তিনি আর কেউই নয় অভিনেত্রী অনন্যা গুহ। সম্প্রতি তিনি সুকান্ত কুণ্ডুর সঙ্গে এনগেজমেন্টের ঘোষণা করেছেন। এই দুই তারকা এখন নিজের সম্পর্কের পরবর্তী ধাপে পা রাখতে চলেছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তারা তাঁদের এনগেজমেন্টের আমন্ত্রণপত্র শেয়ার করেছেন। যদিও বাগদানের দিনক্ষণ নিয়ে এখনও কোনো নিশ্চিত ঘোষণা করা হয়নি, তবে তারা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের কোনো এক মঙ্গলবার এই বিশেষ দিনটি পালন করবেন।
অনন্যা গুহ, যিনি ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালের খলনায়িকা হিসেবে পরিচিত, তার অভিনয় শুরু হয়েছিল ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে, যেখানে তিনি ‘মুন্নি’ চরিত্রে ছিলেন। এরপর ‘মিঠাই’ ধারাবাহিকে পিঙ্কিজি চরিত্রে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন। তার পরবর্তী জনপ্রিয় কাজগুলোতে ছিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘তুঁতে’, ‘কমলা ও শ্রীমান পথ্বীরাজ’, এবং ‘নার্ভ’ সিরিজ। বর্তমানে তিনি ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালে অভিনয় করছেন।
আরও পড়ুনঃ আসার আগেই দুঃসংবাদ! বদলে গেল প্রযোজনা সংস্থা, নাম বদলাল দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকের?
এখন, অনন্যা ও সুকান্তের এনগেজমেন্টের খবর তাঁদের ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষ করে তাদের ভক্তরা আরও জানতে আগ্রহী, কখন তারা বিয়ের পিঁড়িতে বসবেন।