জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দশ বছর পর প্রধান চরিত্রে!টেলিভিশনের নতুন সিরিয়ালে লিড রোলে ফিরছেন অভিনেত্রী পায়েল দত্ত

টেলিভিশনে (Television) আসছে একের পর এক নতুন মেগা সিরিয়াল। আর সেই সকল মেগা সিরিয়ালের বিভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের। পুরনো জুটিকে ফের নতুন মোড়কে ফিরিয়ে আনছে চ্যানেল। আবার বহু অভিনেতা ও অভিনেত্রী যারা একসময় লিড রোলে অভিনয় করেছেন, বর্তমানে তাঁরা পুনরায় ফিরছেন নতুন প্রজেক্টের হাত ধরে। অভিনেত্রী পায়েল দত্ত (Payel Dutta) ফিরছেন নতুন বাংলা সিরিয়ালে।

১০ বছর পর নতুন সিরিয়ালে লিড রোলে পায়েল!

টেলিভিশন পর্দার পরিচিত মুখ অভিনেত্রী পায়েল দত্ত। কাজ করেছেন একাধিক নামকরা প্রজেক্টে। ‌যেমন- কিরণমালা, মীরা, ছদ্মবেশী, শেষ থেকে শুরু, সাঁঝের বাতি, সীমানা পেরিয়ে, কৃষ্ণকলি, বেদের মেয়ে জোৎস্না, গ্রামের রানী বীণাপাণি, চুনি পান্না, লালকুঠি, বাংলা মিডিয়াম এবং নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে।

প্রচুর ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পায়েল। তবে নিজ অভিনয় দক্ষতায় তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তাই অনেকেই চেয়েছিলেন, পায়েল দত্ত নতুন প্রজেক্ট নিয়ে টেলিভিশনে ফিরে আসুক। এমনকি, তাঁকে লিড রোলে দেখা যাক। আর এবার সুখবর দিলেন অভিনেত্রী।

দশ বছর পর বাংলা সিরিয়ালের লিড রোলে কাম ব্যাক করতে চলেছেন পায়েল দত্ত। কোন সিরিয়াল কোন চরিত্রে তাঁকে দেখা যাবে, এখনো পর্যন্ত সেই বিষয়ে জানা যায়নি। তবে খুব শীঘ্রই এই বিষয়ে তিনি জানাবেন বলে জানা যাচ্ছে। পায়েল দত্তের নতুন সিরিয়াল কোন চ্যানেলে আসবে তাও ক্রমশ প্রকাশ্য ব্যাপার।

প্রসঙ্গত, এর আগে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নতুন জুটি ‘ইন্দ্রকুমার’ ও ‘বাসবদত্তা’-এর মধ্যে ‘বাসবদত্তা’র চরিত্রে অভিনয় করছেন পায়েল দত্ত। পর্ণার অফিসের বিশেষ কিছু কাজে দেখা যায় এই জুটিকে। তবে ‘নিম ফুলের মধু’-র পর হইচই-এর মহিষাসুরমর্দিনীতেও দেখা গিয়েছে পায়েল দত্তকে।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page