রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya) এবং সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) রোমান্টিক নাচ ঘিরে উত্তাল টলিউড। সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে। রোহনের সঙ্গে সৌমিতৃষার রোমান্টিক নাচে মুগ্ধ দর্শকরা। ছোটপর্দার বাইরে এমন রসায়ন দেখে অনেকেই প্রশ্ন তুলছেন—তাহলে কি নতুন কোনও প্রকল্পে আসছেন তাঁরা?
জুটি বাঁধলেন রোহন-সৌমীতৃষা!
লাল গাউনে সৌমিতৃষা আর ওয়েস্টার্ন লুকে রোহনের রোমান্টিক উপস্থিতি যেন মঞ্চ মাতিয়ে দিয়েছিল। ছোটপর্দার জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও দু’জনেই বর্তমানে বিরতিতে রয়েছেন। সৌমিতৃষা ‘মিঠাই’ ধারাবাহিকের পর আর কোনও নতুন প্রজেক্ট হাতে নেননি। অন্যদিকে, রোহন শেষবার স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে দেখা গিয়েছিলেন। মঞ্চে তাঁদের রসায়ন দেখে দর্শকদের মনে নতুন জল্পনা শুরু হয়েছে।
বর্তমানে রোহন এবং সৌমিতৃষা দু’জনেই বড়পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করছেন। তবে বিশেষ অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে রোমান্টিক নাচ দর্শকদের মন কেড়েছে। নতুন জুটির প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই বেশি, তাই রোহন-সৌমিতৃষার উপস্থিতি যেন সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। মঞ্চের এই রোমান্স কি এবার পর্দায়ও দেখা যাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।
যদিও পর্দায় তাঁদের জুটি বাঁধার বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি, তবে মঞ্চে জনপ্রিয়তা পাওয়া এই জুটি ইতিমধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে। রোমান্টিক নাচের সময় তাঁদের কেমিস্ট্রি একেবারে অনবদ্য ছিল। সৌমিতৃষার অভিব্যক্তি আর রোহনের পারফরম্যান্স যেন একে অপরকে সম্পূর্ণ করেছিল। এমন রসায়ন কি শুধু মঞ্চেই সীমাবদ্ধ থাকবে?
আরও পড়ুনঃ “প্রেম নয়, আমরা ভাল বন্ধু!” আরাত্রিকার জন্মদিনে পাশাপাশি দুজনে! নায়িকাকে কি বিশেষ উপহার দিলেন অভিনেতা?
দর্শকদের প্রশ্নের উত্তর এখনও অধরা। রোহন এবং সৌমিতৃষার এই বিশেষ উপস্থিতি একদিকে নতুন প্রকল্পের ইঙ্গিত দিতে পারে, আবার এটি শুধুই একটি অনুষ্ঠানের অংশ হতে পারে। তবে তাঁদের জুটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। টলিউড কি নতুন হিট জুটি পেতে চলেছে? সময়ই দেবে সেই উত্তর।