টলিউডের তরুণ অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) শুক্রবার পালন করলেন জীবনের বিশেষ মুহূর্ত, কারণ এই দিনেই তিনি ২০ বছরে পা রাখলেন। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের এই জনপ্রিয় মুখের জন্মদিনে উঠল নতুন গুঞ্জন—তাঁর জীবনের বিশেষ মানুষ কি অভিনেতা আর্য দাশগুপ্ত? আরাত্রিকার কথায়, “আমরা খুব ভাল বন্ধু।” তবুও গুঞ্জনের আগুনে ঘি পড়েছে আর্যের বিশেষ উপস্থিতি ও উপহারের কারণে।
আরাত্রিকার জন্য বিশেষ উপহার আর্যর!
জন্মদিন উদ্যাপনের শুরুতেই পরিবার এবং কাছের মানুষের ভালোবাসায় ভেসেছেন আরাত্রিকা। শুটিং থেকে ফিরে দেখেন, তাঁর মা-বাবা ঘরদোর সাজিয়ে তুলেছেন, টেবিলে রাখা কেক। আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, “২০ বছর বয়স হলেও মা-বাবার উচ্ছ্বাস যেন একই রকম আছে।” রাত থেকেই শুরু হয়েছে হুল্লোড়। জন্মদিনের সকালটাও ছিল ব্যস্ত। সেটে কেক কাটা এবং সহকর্মীদের সঙ্গে উদ্যাপনে মন ভরলেও সন্ধ্যার অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন আর্য।
আর্য দাশগুপ্ত, যিনি ‘বনবিবি’ ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন, এই দিনটি আরাত্রিকার সঙ্গেই কাটালেন। জন্মদিনে আর্যর উপস্থিতি এবং গোলাপের তোড়া নিয়ে আসা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। অভিনেত্রী যদিও বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, “প্রেম নয়, বন্ধুত্বেই আনন্দ।” কিন্তু বন্ধুত্ব থেকে প্রেমের পথে হাঁটা কি খুব দূরের ব্যাপার? এই প্রশ্নেই যেন হাসি ফোটে আরাত্রিকার মুখে।
আর্যও গুঞ্জনের মাঝেই মজার ছলে সাফ জানিয়ে দিয়েছেন, “আমরা ‘পার্টনার ইন ক্রাইম’, একসঙ্গে সময় কাটাতে ভালো লাগে। এর বাইরে কিছুই নেই।” উপহারের প্রসঙ্গে তিনি বলেন, “বুক ভরা ভালোবাসা দিয়েছি।” তবে তাঁদের হাসি আর অনুপ্রেরণার মুহূর্ত দেখে টলিউডের অনুরাগীদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ নিম ফুলের মধুতে আসছে বড় পরিবর্তন! পুঁটির সঙ্গে সঙ্গে রোম্যান্সে মাতবেন জনপ্রিয় নায়ক?
এই বিশেষ দিনটি শুধু আরাত্রিকার নয়, তাঁদের বন্ধুত্বকেও যেন নতুন আলোয় এনেছে। আরাত্রিকা কাজ আর পরিবারকে সময় দিতে পেরে যেমন আনন্দিত, তেমনি আর্যের সঙ্গেও মুহূর্ত ভাগ করে নেওয়ায় তাঁর চোখেমুখে ছিল অন্যরকম উচ্ছ্বাস। ভবিষ্যতে এই বন্ধুত্ব কী নতুন মোড় নেবে, তা নিয়েই এখন প্রশ্ন টলিউড জুড়ে।