টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলি পর্দা থেকে উত্তরণ হওয়া এই অভিনেত্রী বর্তমানে চুটিয়ে কাজ করছেন সিনেমা এবং ওয়েব পর্দায়। সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সৌমীতৃষা অভিনীত কালরাত্রি (Kalratri)। অভিনেত্রীর প্রথম ওয়েব সিরিজ দেখে কি বলছেন দর্শক?
‘কালরাত্রি’ র দেবী যেন অন্য সৌমীতৃষা!
হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘কালরাত্রি’ ওয়েব সিরিজটিতে সৌমীতৃষা কুন্ডু অভিনয় করেছেন দেবীর চরিত্রে। সদ্য বিয়ে হওয়া নতুন বউয়ের জীবনে নেমে আসা কালরাত্রি কাটাতে সৌমীর অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। প্রতি পর্বে টানটান উত্তেজনা ভরা এই ওয়েব সিরিজ দেখে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ সবাই। সম্প্রতি একজন ভক্ত লিখলেন ওয়েব সিরিজের রিভিউ।
কালরাত্রি ওয়েব সিরিজের রিভিউ
তিনি লিখেছেন, “আমি বাংলাদেশ দেখে বলছি, অবশেষে সৌমীতৃষা কুন্ডুর প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি এখন দেখে শেষ করেছি। তাই রিভিউ পোস্ট করার জন্য এসেছি। আমি সৌমীতৃষার অনেক বড় ফ্যান সেই মিঠাই থেকে। কিন্তু আমি সৌমিতৃষা ফ্যান বলে তাঁর অভিনয় প্রশংসা করতে হবে এরকম না। সেটা সত্যি সেটা বলতে হবে।
“আমার কাছে সৌমিতৃষার দেবীর চরিত্রটা ভীষণ ভালো লেগেছে। কার কাছে কিরকম লেগেছে সেটা আমি জানিনা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে দেবীর একটা সিনে আমার খুবই নজর কেড়েছে সেটা হলো, যখন দেবী পুকুরে সুইসাইড করতে গেছিল আর পুলিশ অফিসার যখন দেবীকে বাঁচাচ্ছে, আর দেবী তখন বলে আমি বাচঁতে চাইনা আমি মরে যেতে চাই।
আরও পড়ুন: বিরাট লিপ নিচ্ছে জগদ্ধাত্রী বাইশ বছর এগিয়ে যাচ্ছে গল্প! বড়সর পরিবর্তন আসছে এবার ধারাবাহিকে
“এই সিনটা আমার মারাত্মক লেগেছে। এই সিনে সৌমিতৃষার কথাগুলো খুবই ভালো লেগেছে। আর এবার শুধু অপেক্ষা কালরাত্রির দ্বিতীয় সিজনের জন্য।” অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ওয়েব সিরিজ সকলের মনে এতটা দাগ কেটেছে যে সকলে দিন গুনছেন কবে আসবে এই সিরিজের দ্বিতীয় পার্ট।