জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

তীব্র কাজের খরা! মিলছে না কাজ, ছোটপর্দার স্নেহা ভাগ করে নিলেন মনের কথা

এক সময়ের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee) এখন বেশ চিন্তিত কাজের ভবিষ্যৎ নিয়ে। ‘জল নূপুর’, ‘নকশী কাঁথা’র মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বর্তমানে টেলিভিশনে অনিয়মিত। ‘পুবের ময়না’ ধারাবাহিকে তাকে মাঝেমধ্যে দেখা গেলেও, তার শুটিং শেষ হয়েছে পুজোর আগেই। আপাতত তিনি লাইট-ক্যামেরা থেকে বিরত।

একটি সাক্ষাৎকারে স্নেহা অকপটে জানান, বর্তমানে তার হাতে সেভাবে কাজ নেই। যদিও বড়পর্দায় কিছু কাজের প্রস্তাব রয়েছে। তিনি জানান, পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘গৃহপ্রবেশ’-এর শুটিং শুরু করেছেন। পাশাপাশি, আগামী বছরে রাজর্ষি দে-র একটি ছবিতে কাজ করার কথাও রয়েছে। তবে ছোটপর্দায় তার কাজ করার ইচ্ছা এখনও প্রবল।

‘পুবের ময়না’ ধারাবাহিকের প্রসঙ্গে স্নেহা বলেন, ধারাবাহিকটি এখন পূর্ববঙ্গের গল্পে মনোনিবেশ করেছে। আর তাই তাকে দেখা যাচ্ছে না। বাংলা টেলিভিশনের বাস্তবতা নিয়েও তিনি কথা বলেন। তার মতে, নিয়মিত যারা কাজ করেন, তাদেরই সুযোগ দেওয়া হয়। যারা বাইরে থাকেন, তারা এই ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে হিমশিম খান।

স্নেহা আরও জানান, কাজের সুযোগ পাওয়ার জন্য তিনি নিজেও প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, “আমি যাদের সঙ্গে যোগাযোগ রাখা দরকার, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। কাজ চাইতে আমার কোনও লজ্জা নেই। তবে, আমার পছন্দমতো চরিত্র এখনো পাচ্ছি না। আমি জানিয়েছি, আগের মতোই কাজ করার জন্য আমি প্রস্তুত।”

শেষবার তাকে দেখা গেছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এরপর থেকে তিনি বড়পর্দা এবং ওটিটির দিকে বেশি ঝুঁকেছেন। তবে ছোটপর্দায় ফিরতে তিনি ইচ্ছুক এবং নতুন কাজের সুযোগের অপেক্ষায় রয়েছেন। স্নেহার এই ইচ্ছা কতটা সফল হয়, তা সময়ই বলবে।

TollyTales NewsDesk