জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কৌশাম্বী আমার লাকি চার্ম, ও একা সবকিছু সামলে নিতে পারে! বিতর্কের মাঝেই স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদৃত

‘মিঠাই’-এর (Mithai) জনপ্রিয় চরিত্র ‘উচ্ছেবাবু’ অর্থাৎ আদৃত রায় এবার নতুন ধারাবাহিকে (New Serial) ধরা দেবেন মিত্তির বাড়ির বড় ছেলে ধ্রুব মিত্তিরের চরিত্রে। পারিবারিক গল্পে নিজেকে নতুনভাবে তুলে ধরতে প্রস্তুত আদৃত। ‘মিঠাই’-এর অসাধারণ সাফল্যের পর এই ধারাবাহিক নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। এক সাক্ষাৎকারে আদৃত (Adrit Roy) জানিয়েছেন, মিঠাই তাঁকে অনেক কিছু দিয়েছে, তবে এটি বিড়ম্বনার কারণ নয়। ধারাবাহিকের বিরতির সময় তিনি একটি সিনেমাতেও কাজ করেছেন, যদিও তার মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

নতুন ধারাবাহিক সম্পর্কে কথা বলতে গিয়ে আদৃত জানান, পারিবারিক গল্প তাঁর বিশেষ পছন্দের, আর এই ধারাবাহিকে বর্ষীয়ান অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি দারুণ উচ্ছ্বসিত। অভিজ্ঞ সহ-অভিনেতাদের থেকে অনেক কিছু শেখার সুযোগ হবে বলে তিনি আশাবাদী। তিনি সহ-অভিনেত্রী পারিজাত চৌধুরীর অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেন। ‘মিত্তির বাড়ি’-তে তাঁর চরিত্র ধ্রুব একজন গোছানো উকিল, কিন্তু আদৃত বাস্তব জীবনে কতটা গোছানো? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, পরিবারে তাঁর দায়িত্ব নেওয়ার প্রয়োজন হয় না, কারণ তাঁর স্ত্রী কৌশাম্বী এবং বাবা সবকিছু সামলে নেন।

অভিনেতা আরও জানান, কৌশাম্বী একাই সমস্ত কিছু সামলে নেন। বাড়ির কাজ থেকে শুরু করে তাঁকে বাচ্চার মতো দেখাশোনা করা—সবটাই তাঁর স্ত্রী করেন। বিয়ের পরপরই কৌশাম্বী মাকে হারানোর মতো কঠিন পরিস্থিতি সামলেছেন এবং দ্রুত কাজে ফিরেছেন। এই মানসিক শক্তি এবং কাজের প্রতি ভালোবাসার জন্য আদৃত তাঁর স্ত্রীর প্রশংসা করেছেন। তবে একই চ্যানেলে তাঁদের দুই ধারাবাহিকের TRP নিয়ে প্রতিযোগিতা অবধারিত।

এ বিষয়ে আদৃত বলেন, কৌশাম্বীর ধারাবাহিক ইতিমধ্যেই বেঙ্গল টপার। কিন্তু তিনি কৌশাম্বীকে তাঁর লাকি চার্ম মনে করেন, যা তাঁকে কাজের প্রতি আরও আত্মবিশ্বাসী করেছে। পেশাগত ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক এতে কখনও প্রভাবিত হয়নি বলে দাবি করেন তিনি।

সম্প্রতি তাঁদের ব্যক্তিগত জীবনের দূরত্ব নিয়ে গুঞ্জন শোনা গেলেও আদৃত জানিয়েছেন, কৌশাম্বী এসব বিষয়ে এখন অনেক পরিণত। তিনি এই গুজবে কান দেন না। আদৃত স্পষ্ট জানিয়েছেন, তাঁরা ভালো আছেন এবং একসঙ্গে এগিয়ে যাচ্ছেন। নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’-তে আদৃতের অভিনয় দর্শকদের মন কাড়বে কি না, তা সময়ই বলবে।

TollyTales NewsDesk