জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাজল বিয়ের সানাই! আইবুড়োভাত খেলেন শ্বেতা বিয়ের প্রস্তুতি তুঙ্গে শ্বেতা-রুবেলের

ধারাবাহিকের সেট থেকে জীবনের সেট পর্যন্ত যাত্রা করছেন শ্বেতা এবং রুবেল। একসময়ের জনপ্রিয় জি বাংলার ধারাবাহিক যমুনা ঢাকি( Jamuna Dhaki ) তে কাজ করতে গিয়েই তাদের প্রথম আলাপ। সেখান থেকে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। এবার সেই প্রেম পেতে চলেছে পরিণতি। শ্বেতা-রুবেলের ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে তাদের বহুল প্রতীক্ষিত বিয়ের দিন।

সাত পাকে বাঁধা পড়ার প্রস্তুতিতে শ্বেতা-রুবেল!

হাতে মাত্র কয়েক দিন, বিয়ের তোড়জোড় তুঙ্গে। শুটিংয়ের ব্যস্ততা সামলেও দুই পরিবার এগিয়ে নিচ্ছে বিয়ের প্রস্তুতি। এরই মধ্যে শুরু হয়েছে বাঙালি বিয়ের বিশেষ আচার ‘আইবুড়ো ভাত’। শ্বেতা এবং রুবেলের ( Shweta-Rubel )জন্য কাছের মানুষরা তাদের প্রিয় খাবার রান্না করে মন ভরানোর চেষ্টা করছেন। একদিকে খাবারের আসর, অন্যদিকে আশীর্বাদপর্ব—সব মিলিয়ে জমজমাট মুহূর্ত।

সম্প্রতি শ্বেতার আইবুড়ো ভাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শ্বেতার প্রিয়জন তাকে আসন পেতে বসিয়ে নানা রকম প্রিয় খাবার পরিবেশন করছেন। আশীর্বাদ গ্রহণ করছেন শ্বেতা মন থেকে। শ্বেতার এই স্নিগ্ধ মুহূর্ত ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা এখন মুখিয়ে আছেন তাকে বিয়ের সাজে দেখার জন্য।

বর্তমানে শ্বেতা অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে তে, যেখানে তার চরিত্রের নাম শ্যামলী। অন্যদিকে রুবেল অভিনয় করছেন নিম ফুলের মধু ধারাবাহিকে, তার চরিত্রের নাম সৃজন। দুজনেই লিড রোলে অভিনয় করায় শুটিংয়ের ব্যস্ততাও প্রচুর। তবে ব্যস্ত সময় থেকে একটু একটু করে নিজেদের জন্য সময় বাঁচিয়ে নিচ্ছেন তারা, বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য।

শ্বেতা-রুবেলের প্রেমকাহিনি দর্শকদের মন জয় করে নিয়েছে। তাদের আসন্ন জীবনের জন্য ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। দুই তারকার নতুন জীবন যেন ভালোবাসা ও সাফল্যে ভরে ওঠে, এই প্রত্যাশায় মগ্ন সবাই।

TollyTales NewsDesk