জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) দর্শকদের মাঝে উত্তেজনা বাড়িয়েই চলেছে। প্রতি সপ্তাহে টিআরপি-র দৌড়ে ধারাবাহিকটি প্রথম সারিতেই রয়েছে। বর্তমানে আদির বিপদের দিনে দর্শকরা শ্বাসরুদ্ধকর মুহূর্ত উপভোগ করছেন। আনন্দীকে খুঁজতে মরিয়া হয়ে উঠেছে আদি। কিন্তু অন্যদিকে তার এবং তিতিরের রেজিস্ট্রার বিয়ের প্রস্তুতিও চলছে। আদির মন থেকে একটাই প্রশ্ন, “আনন্দী কোথায়?”
গতকালের পর্বে দেখা যায়, আদিকে বিজয়া তার কথার বিপরীতে বাড়ি নিয়ে আসে, যার ফলে আদি মাকে ভুল বুঝতে থাকে। এদিকে, অমৃতা মেডিনেসে পৌঁছে আনন্দী ও শিঞ্জিনীর খোঁজ চালায়। কিন্তু সুপায়ণ এবং নন্দিনী যেভাবে ষড়যন্ত্র করেছে, তার জন্য অমৃতার প্রচেষ্টা ব্যর্থ হতে বসে। শিঞ্জিনীকে অন্যত্র সরিয়ে দেওয়ার সময় গাড়ি ফলো করেও বাক্সে কাউকে খুঁজে পায় না সে। আসলে মাঝরাস্তায় সুপায়ণ বাক্স বদল করে ফেলে।
আনন্দী আজকের পর্ব ২ ডিসেম্বর (Anondi Today Episode 2 December)
আজকের পর্বে, আদির রেজিস্ট্রার বিয়ের আয়োজন হয়। তিতির তাকে জোর করে সই করানোর চেষ্টা করে, কিন্তু আদি নানা অজুহাতে সময় নষ্ট করে। অন্যদিকে, অমৃতা ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের দিকে নজর করে, যেখানে ত্রিশূলের ছায়া দেখতে পেয়ে সন্দেহ করে। ট্রাকটি থামিয়ে বক্স খুলতেই শিঞ্জিনী ও আনন্দীকে উদ্ধার করা হয়। আনন্দী ফিরতেই লাহিড়ী বাড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আগামী পর্বে দেখা যাবে, আনন্দী আদির সামনে পুরো ষড়যন্ত্র ফাঁস করে দেয়। সুপায়ণ এবং নন্দিনী তাকে মিথ্যে প্রমাণের চেষ্টা করলেও অমৃতা তাদের মুখ বন্ধ করে দেয়। আনন্দী শিঞ্জিনীর সাহায্যে প্রমাণ নিয়ে আসে, যেখানে রকেটের ষড়যন্ত্র স্পষ্ট হয়। আনন্দী জানায়, তাকে মাথায় আঘাত করে একটি ঘরে বন্দি রাখা হয়েছিল। পরবর্তী পর্বে, আদির কি সিদ্ধান্ত হবে এবং আনন্দী কি সত্যিই বিচার পাবে?
আরও পড়ুন: বাজল বিয়ের সানাই! আইবুড়োভাত খেলেন শ্বেতাবিয়ের প্রস্তুতি তুঙ্গে শ্বেতা-রুবেলের
এই নাটকীয় ঘটনার পর ধারাবাহিকটি আরও আকর্ষণীয় মোড় নিতে চলেছে। আদির সামনে আনন্দীর সত্য তুলে ধরার লড়াই দর্শকদের আরও টানবে। ‘আনন্দী’-র পরবর্তী পর্বের অপেক্ষায় রইলেন দর্শকেরা।