জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’( Neem Phooler Madhu )-র শেষ হওয়ার গুঞ্জন টলিপাড়ায় ছড়ালেও, দর্শকদের জন্য এবার নিয়ে আসা হয়েছে এক নতুন চমক। ধারাবাহিকের গল্প এক ধাক্কায় এগিয়ে গেল ২০ বছর। নতুন প্রোমোর মাধ্যমে জানানো হয়েছে, এই দীর্ঘ সময় পর দত্তবাড়িতে শুরু হয়েছে এক ভিন্ন পর্ব। বাবুর মায়ের বয়স বেড়েছে, জেঠু আর নেই, কিন্তু তার ছেলে বাবার স্বভাবকে ধরে রেখেছে। নতুন প্রজন্মের আবির্ভাবে বদলে গিয়েছে পরিবারটি, আর সেই নতুন অধ্যায়ে গল্প এগিয়ে নিয়ে যাবে এক নতুন পথে।
‘নিম ফুলের মধু’-র নতুন গল্পে পর্ণার মেয়ে পুঁটির চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ সমু সরকারকে। বহুদিন পর ধারাবাহিকে ফিরে সমু ভক্তদের আনন্দ দিয়েছেন। অন্যদিকে, পর্ণার ছেলের চরিত্রে অভিষেক করেছেন রাজদীপ গোস্বামী। ওটিটিতে ‘সম্পূর্ণা ২’ এবং ‘নষ্টনীড়’ সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও, এটি তার প্রথম ছোটপর্দার কাজ। পুঁটি ও তার ভাইয়ের আবির্ভাবে দত্তবাড়িতে নতুন প্রাণের সঞ্চার হলেও, পর্ণার জীবনে জমেছে মেঘ।
নতুন প্রোমোতে রহস্যের ছোঁয়া
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রোমোতে দর্শক দেখেছেন স্মৃতি হারিয়ে নিখোঁজ সৃজনকে। পর্ণা, যিনি একসময় সাংবাদিক ছিলেন, পুলিশ তাকে গুন্ডা ধরার একটি কাজে সাহায্য করতে অনুরোধ জানায়। পর্ণা যখন কাজটি শুরু করে, তখনই দেখা যায় সেই গুন্ডা দলের সর্দার হল সৃজন। স্মৃতি হারিয়ে একেবারে নতুন লুকে, অন্য পরিচয়ে ফিরেছে সৃজন। গল্পে এই নাটকীয় মোড় দর্শকদের উত্তেজনা বাড়িয়েছে।
গল্পের নতুন মোড়ে আরও একটি চমক এনেছে আয়েন্দ্রি রায়ের উপস্থিতি। গুন্ডা দলের অন্যতম সদস্য হিসেবে তাকে দেখা যাচ্ছে। সৃজন এবং আয়েন্দ্রির এই জুটি কি নতুন কোনও রহস্য উন্মোচন করবে, নাকি পর্ণার জীবনে আরও সমস্যা সৃষ্টি করবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ নেই।
আরও পড়ুন: নন্দিনীর প্ল্যানে জল ঢেলে লাহিড়ী বাড়িতে ফিরল আনন্দী! এবার হবে ধা’মাকা
গল্পের সবচেয়ে বড় প্রশ্ন হলো, পর্ণা কি বুঝতে পারবে সৃজনের পরিচয়? স্মৃতি হারানো সৃজন কি ফিরে পাবে নিজের পুরোনো জীবন? দত্তবাড়ির নতুন প্রজন্ম কীভাবে এই সমস্যার সমাধান করবে? প্রতিটি পর্বে এই রহস্য উদঘাটনের জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে। ‘নিম ফুলের মধু’-র এই নতুন অধ্যায় দর্শকদের টিভির পর্দায় আটকে রাখতে সফল হবে বলেই আশা করা যায়। দর্শকদের চমক দিতে জি বাংলার “নিম ফুলের মধু” সিরিয়ালে যোগ দিলেন অভিনেতা রাজদীপ গোস্বামী। যাকে এর আগে দেখা গেছে ‘সম্পূর্ণা’ এবং ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজে। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের গল্প এগিয়ে যাচ্ছে কুড়ি বছর। সেখানেই বাবুর বাবু অর্থাৎ সৃজন এবং পর্ণার ছেলের চরিত্রে দেখা যাবে রাজদীপকে। সম্ভবত সিরিয়ালে এটাই তাঁর প্রথম কাজ।