‘ইন্ডিয়ান আইডল’ এমন একটি রিয়ালিটি শো যা বছরের পর বছর দেশের বিভিন্ন কোন থেকে গানের প্রতিভা একত্রিত করে দর্শকদের সামনে তা প্রকাশ করে। এর ১৫তম সিজন ২৬ অক্টোবর ২০২৪ থেকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচার শুরু হয়েছে। এই সিজনে বিচারক হিসেবে রয়েছেন বাদশা, শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। উপস্থাপকের ভূমিকা পালন করছেন আদিত্য নারায়ণ।
মানসী ঘোষ এই রিয়ালিটি শো এরই একটু অন্যতম প্রতিভা, যিনি ইতিমধ্যেই তাঁর গায়কী দিয়ে মন কেড়েছেন সবার। এমনকি ললিত পণ্ডিতের ছবিতে প্লেব্যাকও সেরে ফেলেছেন। এদিন সেই জনপ্রিয় প্রতিযোগীকে ভাই বোনের সম্পর্কের দারুণ জনপ্রিয় গান ‘তেরা মুঝসে হ্যায় পহেলে কা নাতা কোই’ গানটি গাইতে শোনা যায়। আর তাঁর সেই গান শুনে অশ্রু ঝরালেন স্বয়ং শ্রেয়া ঘোষাল। এর সঙ্গেই আবেগঘন হয়ে পড়েন বাদশাও। তিনি উঠে গিয়ে জড়িয়ে ধরেন মানসীকে।
‘ইন্ডিয়ান আইডল’ সিজন ১৫-এর মঞ্চে প্রতিযোগী মানসী ঘোষ তাঁর ৮ মাস আগে প্রয়াত ভাইকে উৎসর্গ করে ‘তেরে মুঝসে হ্যায় পহেলে কা নাতা কোই’ গানটি পরিবেশন করেন। মানসীর এই আবেগঘন পরিবেশনা শুনে বিচারক শ্রেয়া ঘোষাল কান্নায় ভেঙে পড়েন এবং বাদশাও আবেগাপ্লুত হয়ে মানসীকে জড়িয়ে ধরেন। মানসীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তাঁরা কান্নায় ভেঙে পড়েন। মানসী বলেন, ‘আমরা যেখানে আছি, আমার ভাই সেখান থেকে অনেক ভালো জায়গায় আছে। ও দেবদূত ছিল, তাই ও আর আমাদের সঙ্গে নেই। আমার ভাই সবার থেকে সেরা এই দুনিয়ায়।’ শ্রেয়া ঘোষাল বলেন, ‘তোমার ভাই তোমায় নিয়ে গর্বিত।’
গানটি পরিবেশনের সময়, মানসী তার প্রয়াত ভাইয়ের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তার ভাই সবসময় তার স্বপ্নকে সমর্থন করতেন এবং তার সাফল্যের পেছনে বড় অনুপ্রেরণা ছিলেন। শ্রেয়া ঘোষাল মানসীর পারফরমেন্স শুনে খুবই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কাঁদতে কাঁদতে বলেন, “তোমার গান শুধু হৃদয় ছুঁয়েছে নয়, প্রত্যেক শ্রোতার আত্মাকে ছুঁয়ে গেছে। তোমার ভাই তোমার প্রতিটি গানে বেঁচে থাকবেন।” অন্যদিকে বাদশা মানসীর সাহসিকতা এবং আবেগ দেখে বলেন, “তোমার ভাইয়ের আত্মা তোমার মধ্যে বেঁচে আছে, এবং তিনি নিশ্চয়ই তোমায় নিয়ে গর্ব করছেন।”
আরও পড়ুনঃ দমদমে গান গেয়ে ট্রোলের শিকার মোনালি ঠাকুর! নেটিজেনদের খোঁচা ‘নাচ নয়, গানে মন দিন’
মানসীর পারফরমেন্স শোনার পর দর্শকরাও আবেগে ভেসে যান এবং করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। অনুষ্ঠানের পর এই পরিবেশনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেন যে, এই গান তাদের নিজেদের প্রিয়জন হারানোর স্মৃতি মনে করিয়ে দিয়েছে। এই পরিবেশনার মাধ্যমে মানসী প্রমাণ করেছেন যে, সঙ্গীত কেবল বিনোদন নয়, এটি আবেগ ও স্মৃতির গভীর প্রকাশ।