জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুণ খবর জি ভক্তদের জন্য! আসছে নতুন ধারাবাহিক দুগ্গামনি! নায়িকা কে?

বছরে শুরুতেই আবার উপহার পেতে চলেছে বাংলার দর্শকেরা। ইতিমধ্যেই জানতে পারা গেছে জি বাংলায় (Zee Bangla) শুরু হতে চলেছে দিতিপ্রিয়া অভিনীত এক ধারাবাহিক, নাম ‘তোমাকে ভালোবেসে’। একটা লম্বা বিরতির পর ছোট পর্দায় ফিরতে চলেছে রানী রাসমণি ওরফে দিতিপ্রিয়া। আবার শোনা যাচ্ছে, দিতিপ্রিয়ার এই সিরিয়ালের নাম পরবর্তীকালে পরিবর্তন হতে পারে।

অন্যদিকে আবার শুনতে পাওয়া যাচ্ছে, তোমাকে ভালোবেসে সঙ্গে শুরু হতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক। ধারাবাহিকের নাম ‘দুগ্গামনি’। শাহানা দত্তর মিসিং স্ক্রু প্রোডাকশনের মাধ্যমে আসতে চলেছে এই সিরিয়াল। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে এক শিশু শিল্পীকে, নাম কৌশিকী বন্দ্যোপাধ্যায়।

এই ধারাবাহিকের গল্প মূলত দুগ্গামনি নামে এক ছোট বাচ্চা মেয়ে তার মায়ের থেকে হারিয়ে যায় এবং একটি অনাথ আশ্রমে বড় হয়ে ওঠে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় একদিন সেখানকার লোকজন তাকে বিক্রি করতে চাইলে সেখান থেকে পালিয়ে যায় দুগ্গামনি। পরে বাচ্চা মেয়েটি আশ্রয় পায় এক কুমোর পাড়ায় এবং সেখানেই ঘটে তার সাথে এক বড় কান্ড। এক আশ্চর্য ক্ষমতায় লাভ করে দুগ্গা মনি। সব শেষে দেখতে পাওয়া যায়, দুগ্গামনি মানুষের মনের কথা আগেই বুঝতে পারে এবং যে তার মাকে উঠতে বের হয়।

এই ধারাবাহিকের গল্প শুনলে এক ঝলকে মনে হবে যেন এক সময় হয়ে যাওয়া স্টার জলসার মা সিরিয়ালের অনুকরণে তৈরি করা হয়েছে। বহুদিন বাদে জি বাংলা আসতে চলেছে শিশুকেন্দ্রিক সিরিয়াল। প্রসঙ্গতা বলে যায় ২০২২ সালে ‘বোধিসত্বর বোধবুদ্ধি’ নামক সিরিয়াল দেখা গেছিল জি বাংলায়। কিন্তু এই সিরিয়াল কবে থেকে কোন কোন সময় শুরু হচ্ছে তা এখনো সবিস্তারে জানা যায়নি।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page