বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। বয়স ৮৩ ছুঁয়েও এখনও সমান তালে অভিনয়, অনুষ্ঠান সঞ্চালনা কিংবা বিজ্ঞাপনে কাজ করে চলেছেন। সাধারণ মানুষের কাছে তিনি যেন এক অদম্য শক্তির প্রতীক। কিন্তু জানলে অবাক হবেন, যিনি আজও এত সক্রিয়, তাঁর লিভারের বড় অংশই কার্যক্ষমতা হারিয়েছে।
আশির দশকের গোড়ায় ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। শুটিংয়ের সেটে আহত হওয়ার পর প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন অমিতাভ। সেই সময় তাঁকে একসঙ্গে ২০০ জন রক্ত দেন। পরে জানা যায়, তাঁদের মধ্যে একজনের শরীরে ছিল হেপাটাইটিস বি ভাইরাস। সেখান থেকেই তাঁর শরীরে সংক্রমণ ঘটে, আর ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে লিভার।
অমিতাভ নিজেই জানিয়েছিলেন, হেপাটাইটিস বি-এর কারণে তাঁর লিভারের প্রায় ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে। কিন্তু এত বড় রোগের খবর তিনি পান ২০০০ সালের আগে পর্যন্তও না। এরই মধ্যে আবার যক্ষ্মাতেও আক্রান্ত হন তিনি। দিনে ৮ থেকে ১০টি ওষুধ খেয়ে তখনও চালিয়ে গিয়েছেন সঞ্চালনার দায়িত্ব। চিকিৎসকদের কথায়, ওই সময় তাঁর শরীর প্রায় যুদ্ধক্ষেত্রের মতো অবস্থায় ছিল।
তবুও হাল ছাড়েননি অমিতাভ। সুস্থ থাকার জন্য সম্পূর্ণ বদলে ফেলেছেন জীবনযাত্রা। খাবারে এনেছেন নিয়ম-কানুন। এখন আর মাছ-মাংস খান না। ডাল, সবজি, রুটি আর হালকা ভাতই তাঁর প্রধান খাদ্য। অনেক সময় শুধুই দই-ভাত খেয়ে দিন কাটান। শরীর ভালো রাখতে নিয়মিত খান আমলা ও তুলসীর রস।
আরও পড়ুনঃ পারুলকে ছোট করতে গিয়ে উল্টে গেল খেলা! শিরীনের গয়নার কেলে’ঙ্কারি ফাঁস, মেয়ের চুরি ধরা পড়তেই ক্ষ’তিপূরণ দিতে বাধ্য হলেন বাবা! গোপালের মনে শুধু রুক্মিণীর ছবি, অভিনন্দা ম্যাডামের স্বপ্ন শুরুতেই ভেস্তে গেল!
মদ্যপান ও ধূমপান বহু আগেই ছেড়ে দিয়েছেন তিনি। নিয়মিত রুটিন মেনে চলা, ইতিবাচক মানসিকতা আর সুস্থ খাদ্যাভ্যাসই তাঁকে আজও কর্মক্ষম রেখেছে বলে মনে করেন চিকিৎসকরা। একদিকে লিভারের বড় অংশ অকেজো, অন্যদিকে যক্ষ্মার মতো জটিল রোগ সঙ্গী—তবু অমিতাভ বচ্চনের অদম্য ইচ্ছাশক্তিই তাঁকে আজও কোটি মানুষের অনুপ্রেরণা করে তুলেছে।