জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অভিনন্দা ম্যাডাম গোপালের কথা ভেবে চলেছেন সারাদিন। অন্যদিকে গোপালও তাঁর প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে, কিন্তু কল্পনাতেও নিজের সঙ্গে রুক্মিণীকেই দেখছে বারবার। একবারও অভিনন্দাকে দেখতে পাচ্ছে না।
এদিকে শিরীনের বাড়ি গিয়ে উপস্থিত পারুলরা। শীরিনের বাবাকে পারুল একবার তাঁর মেয়েকে ডাকতে বলে। শিরীন এদিকে ঘরে বন্ধুদের সঙ্গে বিয়ে বাড়ি যাবে বলে তৈরি হচ্ছে। হঠাৎ শ্রীতমা রায়ানদের দোকান দিয়ে কিনা সোনার গয়নাটা পরতে চায়। শিরীনের কথায় সেটা পরেও নেয় সে। শিরীনের মা এসে জানতে চান যে, শিরীনরা গয়নাটা আনতে পেরেছে কিনা।
খুব আনন্দ নিয়ে শিরীন জানায় যে তারা পেরেছে, এখন বৌদিকে নির্দোষ প্রমাণ করতে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে পারুল। ঠিক তখনই শিরীনের বাবা এসে জানান যে পারুল দেখা করতে এসেছে। শিরীন যেতেই সবটা খুলে বলে পারুল যে, ছদ্মবেশে গিয়ে গয়নার দাম অদল-বদল করে বেশি টাকার গয়না অর্ধেক টাকায় কিনেছে শিরীন। পারুলের কথায় এটা এক ধরনের চুরি।
কেউ অভাবে চুরি করে, কেউ স্বভাবে আর শিরীনের এটা স্বভাব হয়ে গেছে পারুলকে ছোট দেখাতে অন্যদের ক্ষতি করা। শিরীনের বাবাকে দোকানের সিসিটিভি ফুটেজ এই গয়নার বিল দেখিয়ে পারুল প্রমাণ করে দেয়। বিনিময় যে টাকা ক্ষতি হয়েছে, সেটা ক্ষতিপূরণ দিয়ে দেয় শিরীনের বাবা। শিরীনের মা ভয় পেতে থাকেন, এমন চলতে থাকলে একদিন পারুল জেনে যাবে যে শিরীনের বাবা তারও বাবা।
আরও পড়ুনঃ আর্যর স্বীকারোক্তিতে মৃ’ত্যু সতীনাথের, অপর্ণার জীবনে জটিলতার ঝড়! পরিস্থিতির চাপে বিয়েতে রাজি অপর্ণা, ভালোবাসা হারতে না দেওয়ার প্রতিজ্ঞা আর্যর! হিন্দোলের মায়ের আশীর্বাদ ফিরিয়ে দিতে প্রদীপের আগুনে ঝলসে গেল অপর্ণার হাত!
অন্যদিকে ন্যাড়া-গোয়ালে অভিনন্দা গোপালের বাড়িতে তার মত জানতে এলে, গোলাপ বলে দেয় যে তার পক্ষে সম্ভব না রুক্মিণীকে ভোলা। সারা জীবন যদি তাকে একাই থাকতে হয় তাও রাজি গোপাল। উল্টোদিকে বসু বাড়িতে ফিরে পারুল রায়ানের মাকে সাবধান করে দেন, বৌদির যেন কোনও ক্ষতি করার চিন্তাও না করেন এরপর। টগর মুখ খুলতে গেলে, পারুল এক চড়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। পারুল বলে দেয় এরপর দাদুকে জানাবে সবকিছু।