জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ঘেন্না পেলে বুঝি আমি ঠিক কাজই করছি… যখন তোমাকে কেউ অপছন্দ করছে, ভাববে ঠিক পথে আছো!’ সমালোচনা নিয়ে গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যর দৃঢ় বার্তা!

বিনোদন জগতে সমালোচনা যেন চিরচেনা সঙ্গী। বড় তারকা হোক বা উঠতি শিল্পী—কারওই পিছু ছাড়ে না এই কটাক্ষ ও নেতিবাচক মন্তব্যের ঢেউ। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে শিল্পীদের ব্যক্তিগত ও পেশাদার জীবনের উপর নজর থাকে তীক্ষ্ণ। তাই ছোটখাটো মন্তব্যও মুহূর্তে বড় আকার ধারণ করে। তবে বহু শিল্পীই এসব উপেক্ষা করে নিজের কাজে মন দেন। আর সেই পথেই হাঁটছেন জনপ্রিয় গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য।

গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharya) আজ বাংলা সঙ্গীত জগতের পরিচিত নাম। জি বাংলা-র ‘সারেগামাপা’ তে অংশ নিয়ে নিজের প্রতিভার জোরে বিজয়ী হয়েছিলেন তিনি। বাংলা, হিন্দি সহ একাধিক আঞ্চলিক ভাষায় গান করেন এই তরুণী। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন অঙ্কিতা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে, ফ্যানদের ভালোবাসাই তাঁকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেয়।

তবে জনপ্রিয়তার পাশাপাশি কটাক্ষ থেকেও রেহাই পাননি গায়িকা। সম্প্রতি একটি ইন্টারভিউতে নিজের অভিজ্ঞতার কথা স্পষ্ট করে জানিয়েছেন অঙ্কিতা। তিনি বলেন, “ঘেন্না পেলে বুঝি আমি ঠিক কাজই করছি… যখন তোমাকে কেউ অপছন্দ করছে, ভাববে ঠিক পথে আছো।” তাঁর কথায় শোনা যায়, সমালোচনা তাঁকে নিরুৎসাহ নয়, বরং আরও দৃঢ় করে। বহু সময় নানা মন্তব্য, তাঁকে লক্ষ্য করে এসেছে, কিন্তু সেগুলোকে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিয়েছেন তিনি।

অঙ্কিতার পথ আরও কঠিন হয়েছিল ‘সারেগামাপা’–র সময়। তখন অনেকেই ভেবেছিলেন নোবেল সম্ভবত জিতবেন। কিন্তু অঙ্কিতা বিজয়ী হওয়ার পর প্রশংসার পাশাপাশি কটাক্ষের বন্যাও বয়ে যায় তাঁর দিকে। নানা মন্তব্য, প্রশ্ন, অবহেলা—সবকিছুকে সামলে নিয়েই আজ তিনি প্রতিষ্ঠিত। কোনও নেতিবাচকতা যাতে তাঁর লক্ষ্যকে নষ্ট না করে, সে ব্যাপারে বরাবরই সচেতন ছিলেন তিনি।

আজও নিজের কাজ নিয়েই ব্যস্ত অঙ্কিতা ভট্টাচার্য। প্লেব্যাকের জগতে নিজের স্থায়ী জায়গা করে নেওয়ার স্বপ্নে এগিয়ে চলেছেন তিনি। গোবরডাঙার এই মেয়েটি সম্প্রতি নিজের বাড়িতে নতুন বাড়ি কিনেছেন—যা তাঁর কঠোর পরিশ্রম ও সাফল্যেরই প্রমাণ। সমালোচনা নয়, গানই তাঁর পরিচয়—আর সেই পথেই এগিয়ে চলতে চান অঙ্কিতা।

Piya Chanda