জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অমলিন পোশাক, স্টেশনে নাচ করে গান গাইছেন! ফের পুরনো জায়গায় ফিরলেন রানু মন্ডল?

সোশ্যাল মিডিয়ায় মাত্র একটি গানের মাধ্যমে ভাইরাল হওয়া লতাকণ্ঠী রানু মন্ডলের নাম কে না জানে! রানাঘাট স্টেশনে ভিক্ষা করে দুবেলা খাবার জোটাতেন রানু।

তারপরই সোশ্যাল মিডিয়ায় একটি গানের মাধ্যমে ভাইরাল হয়ে যান এবং চোখে পড়েনি বিখ্যাত গায়ক-সুরকার হিমেশ রেশমিয়ার। তেরি মেরি কাহানি গানের মাধ্যমে বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন রানাঘাটের রানু মন্ডল। অবশ্য তার পরের অবস্থাটাও কারুর অজানা নয়।

এবার স্টেশনে হঠাৎ দেখা গেলো মলিন টি-শার্ট পরা, এলোমেলো চুলে এক মহিলা হিন্দি গানের তালে আকাশের দিকে হাত তুলে নাচ করছে।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়েছে। কে তিনি? বেশিরভাগ মানুষ এর সঙ্গে মিল খুঁজে পেয়েছে রানু মন্ডলের। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া রানু মন্ডল আমার স্টেশনে পুরনো অবস্থায় ফিরে এলেন নাকি?

না তিনি রানু মন্ডল নন। তিনি কে সেটা জানা যায়নি। কেউ কেউ আবার ঠাট্টা করে বলছে ইনি কি রানু মন্ডলের দিদি? যে ছবি ভাইরাল হয়েছে তা দেখে একনজরে রানু মন্ডল বললে ভুল হবে না।

কারণ এক সময় রানু মন্ডল নিজেও এমনই অবস্থায় দিন কাটিয়েছেন। তবে একবার জনপ্রিয়তা লাভের পর এখন তিনি আবার আগের মতোই রয়েছেন। কিন্তু ওই যে জনপ্রিয়তা তকমা জুটে গেছে নামের সঙ্গে তাই আর স্টেশনে বসে বাটি নিয়ে ভিক্ষা করতে পারেন না।

Piya Chanda

                 

You cannot copy content of this page