শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনন্য সৃষ্টির গল্প নিয়ে আবারও পর্দায় আসছে নতুন ধারাবাহিক, ‘অনুপমার প্রেম’। এবার সেই প্রেম ও আবেগের দোলায় ভাসতে চলেছে দর্শকরা আকাশ আটের পর্দায়। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘সাহিত্যের সেরা সময়’-এর এক নতুন অধ্যায় নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিক, যা আগামী ২১শে নভেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ টায় সম্প্রচারিত হবে। ইতিমধ্যে প্রোমোটি প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে বেশ উৎসাহ জাগিয়েছে।
নতুন সিরিয়ালে জুটি বাঁধলেন বিয়াস-আর্য!
‘অনুপমার প্রেম’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী বিয়াস ধর ও অভিনেতা আর্য দাশগুপ্তকে। বিয়াসকে এর আগে দর্শকরা ‘কড়িখেলা’ ধারাবাহিকে সৃজার চরিত্রে এবং আর্যকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অংশুমানের চরিত্রে দেখেছেন। তাদের জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহের পারদ বেশ উঁচুতে। ধারাবাহিকটিতে এই জুটির রসায়ন কতটা আকর্ষণীয় হবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
ধারাবাহিকের গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অনুপমার প্রেম’ অবলম্বনে তৈরি, যেখানে প্রেমের সঙ্গে রয়েছে ত্যাগ, সংকল্প এবং আত্ম-পরিচয়ের সন্ধান। এমন এক গল্প, যা শুধু প্রেমিক-প্রেমিকার গল্প নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মনস্তাত্ত্বিক এবং আবেগঘন সম্পর্কের গল্পও। এই গল্পে প্রেমের অন্যরকম এক চিত্র ফুটে উঠবে, যা শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করবে না, বরং তাদের ভাবনারও খোরাক যোগাবে।
‘অনুপমার প্রেম’-এর প্রোমো ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। প্রোমোতে তুলে ধরা হয়েছে অনুপমা ও তার জীবনের প্রেমিক অশোকের জটিল সম্পর্কের কাহিনি। এই প্রোমোতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের সেই ঐতিহাসিক আবেগময় দৃশ্যগুলি দেখা যাচ্ছে, যা দর্শকদের অন্তরে গিয়ে পৌঁছাচ্ছে। আর এই আবেগকে ঘিরেই দর্শকরা অপেক্ষা করছেন ধারাবাহিকটির প্রথম পর্ব দেখার জন্য।
আরও পড়ুন: দারুণ সুখবর, মা হচ্ছেন নিম ফুলের মধু ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী!
আকাশ আট চ্যানেল বরাবরই ‘সাহিত্যের সেরা সময়’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা সাহিত্যের সেরা গল্পগুলোকে টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তোলে। এবারও সেই ধারাবাহিকতায় ‘অনুপমার প্রেম’ দর্শকদের মন জয় করার পথে রয়েছে। শরৎচন্দ্রের এই অমর সৃষ্টি এবার কি নতুনভাবে পর্দায় প্রাণ ফিরে পাবে? দর্শকদের আবেগ আর অপেক্ষার অবসান ঘটিয়ে কেমন উপস্থাপনা করতে পারবে আকাশ আট? এই প্রশ্নগুলো নিয়েই আপাতত দর্শকদের মধ্যে উন্মাদনা ও কৌতূহল বাড়ছে।