জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে শ্যামলী ও অনিকেত। ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya), নায়ক রনজয় বিষ্ণু (Ranojoy Bishnu) অভিনীত এই সিরিয়াল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দর্শকের। অনিকেতকে মোটেই নায়ক হিসেবে মানতে রাজি নন দর্শকেরা।
অনিকেত নয় মন্দার আসল নায়ক!
ধারাবাহিকের গল্পে প্রথম থেকেই দেখা যায় নায়ক অনিকেত ধারাবাহিকের নায়িকা শ্যামলীকে নানা ভাবে অপমান করে। শুধু তাই নয়, প্রাক্তন প্রেমিকা ফিরে আসতেই ভোল বদলে যায় নায়কের। আর তখন থেকেই প্রকট হয়ে ওঠে অনিকেতের চরিত্র! আর বর্তমানে তা যেন বাড়াবাড়ি জায়গায় গেছে।
![Entertainment, Kon Gopone Mon Veseche, ranojoy bishnu, Sweta bhattacharya, television, Zee Bangla, কোন গোপনে মন ভেসেছে, জি বাংলা, বাংলা সিরিয়াল, বিনোদন Zee Bangla, Kon Gopone Mon Veseche, Serial update, Bengali Serial, জি বাংলা, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে নতুন প্রোমো](https://tollytales.com/wp-content/uploads/2024/10/Zee-Bangla-kon-Gopone-Mon-Veseche-new-promo-Arunavo-send-a-tiger-kill-shyamoli-1024x614.webp)
অন্যদিকে, এই ধারাবাহিকে গন্ডার চরিত্রে অভিনয় করা মন্দার তুলনায় অনেক ভালো। বিশেষ কারণে সে গুন্ডা হয়েছিল ঠিকই। কিন্তু সময় থাকতে সে নিজেকে শুধরে নিয়েছে। আর তাই জন্যই মন্দার হয়ে উঠেছে সকলের প্রিয়। ধারাবাহিকের নায়কের আসনে মন্দারকে বসাচ্ছেন দর্শক। তাঁরা বলছেন, “মন্দার অনিকেতের চাইতে রূপে এবং চরিত্রেও অনেক অনেক ভালো।”
‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নিয়মিত দর্শকদের মত, “মন্দার গুন্ডা হয়েছিল বিশেষ কারনে। ও যে আসলে ভালো ছেলে এটাতে বোঝা যায় যে ও নিজেকে কত তাড়াতাড়ি বদলে ফেলেছে। আসল গুণ্ডারা কখনোই শুধরায়না।কিন্তু অনিকেত একটা দুশ্চরিত্র। ও শ্যামলীর মত এত ভালো স্ত্রীকে ফেলে একটা নোংরা মেয়েকে নিয়ে থাকে।রূপেও মন্দার বেশি সুন্দর। মন্দারের চরিত্র অনেক বেশি বলিষ্ঠ।”
আরও পড়ুন: আনন্দীর জীবন সং’কটে! আদির পাশে নতুন র’হস্যময়ী মেয়েটি কে?
দর্শক অনিকেতের জন্য বিরক্ত! তাঁরা বলছেন, অনিকেত প্রিয়ার বিয়েতে প্রথমে বিরুদ্ধে ছিল। সে ঘরে বউ রেখে অন্য নারীর প্রতি আসক্ত ছিল। ঘর ছেড়েছিল। আবার সেই শ্যামলীর কাছেই ফিরে এল। তার মানে দাঁড়াল যে পুরুষ বাইরে যা ইচ্ছা কর, ঘরে ফের তোমার বউ অপেক্ষা করছে নারী সেই খেলার পুতুল হয়েই রইল। ঘরে ও বাইরে। মন্দার চরিত্র আমুদে এবং সৎ।সুস্থ জীবনে ফিরছে রোহিণীর জন্য। শ্যামলী চেয়েছে অনিকেত সুস্থ জীবনে ফিরে আসুক। অহনার মতো মেয়েরা আছে,তেমনই অনিকেতের মতো ছেলেরাও আছে।