ভারতীয় টেলিভিশন এর সব থেকে দীর্ঘ দিন ধরে চলা সিরিয়ালটি হলো তারক মেহতা কা উলটা চশমা। প্রচন্ড মজাদার এই সিরিয়ালটি দীর্ঘ 14 বছর ধরে সোনি স্যাব চ্যানেলে দেখানো হয়ে আসছে।গল্পের চরিত্র দের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে কিন্তু এই সিরিয়ালের জনপ্রিয়তার কোনো হেরফের হয়নি।
সবথেকে বেশি জনপ্রিয়তা জেঠালাল দয়াবেন ববিতা জি। একদিকে জেঠালাল এর প্রতি দয়াবেনের ভালোবাসা আবার অন্যদিকে ববিতা জির প্রতি জেঠালালের ভালোলাগা এই নিয়ে বেশ মজাদার পরিস্থিতি তৈরি হয় সিরিয়ালে।
তবে এবার দেখা গেল দয়াবেনকে ছেড়ে ববিতা জির দিকে পুরো ঝুঁকে পড়তে জেঠালালকে। একটি অ্যাওয়ার্ড ফাংশনে ববিতা জি এবং জেঠালালের দেখা হয় এবং একে অপরের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন তারা।
এই ছবি দেখেই তারক মেহেতা কা উলটা চশমা অনুরাগীরা বলছেন যে সিরিয়ালে না হোক অবশেষে বাস্তবে জেঠালাল এবং ববিতাজির মিল হলো। এই ছবিটি দেখে তারা ভীষণ মজা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি।
View this post on Instagram