জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: কামাল করল জলসা! অনুরাগের ছোঁয়াকে বের করে টপ করল জগদ্ধাত্রী! ফুলকি, পর্ণা কোথায় গেল?

বৃহস্পতিবার অর্থাৎ লক্ষীবারের দিন কোন কোন বাংলা ধারাবাহিকগুলির এই মুহূর্তে লক্ষ্মী লাভ হচ্ছে সেটা জানার দিকে বিশেষ নজর থাকে দর্শকদের। তবে শুধু দর্শক কেন বলছি? এই বিশেষ দিনের দিকে নজর থাকে সমস্ত কলাকুশলীদেরও।

তাদের অভিনীত ধারাবাহিক কেমন পারফর্ম করছে তা জানার ইচ্ছে তাদেরও থাকে বৈকি! আর টিআরপি তালিকার মাধ্যমেই তা জানা যায় একমাত্র। তবে বিগত কয়েক সপ্তাহ যাবত বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা কিন্তু বেশ চমকপ্রদ হয়ে উঠেছে। অর্থাৎ এখন আর একটি ধারাবাহিকের রাজত্ব নেই। ‌ এখন একাধিক ধারাবাহিক রাজত্ব করছে।

সেই সঙ্গে দারুণ রকমের পারফরম্যান্স করছে নতুন ধারাবাহিকগুলিও। এই যেমন জলসার পর্দায় সদ্য শুরু হওয়া দুটি ধারাবাহিক কিন্তু কামাল করে দিচ্ছে। গীতা এলএলবি এবং একদম নতুন ধারাবাহিক কথা কামাল করে দিয়েছে! সেই তুলনায় বলতে গেলে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে জি বাংলার নতুন ধারাবাহিকগুলি। পুরনো ধারাবাহিকগুলি লড়াই চালিয়ে গেলেও নতুন ধারাবাহিক গুলি কিন্তু সেই অর্থে মাথা তুলে দাঁড়াতে পারছে না।

গত সপ্তাহে দারুণভাবে কামব্যাক করলেও এই সপ্তাহে ফের একবার প্রথম পাঁচের বাইরে চলে গেল একটা সময় টিআরপি তালিকার প্রথম স্থান পাকাপাকি ভাবে দখল করে নেওয়া ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। চলতি সপ্তাহে ফের একবার প্রথম স্থান নিজের দখলে রেখেছে জগদ্ধাত্রী।

দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। তৃতীয় স্থান দখলে রেখেছে ফুলকি। চতুর্থ স্থানের লড়াইয়ে রয়েছে গীতা এলএলবি। আর পঞ্চম স্থানে কামাল করে দিয়েছে একদম সদ্য শুরু হওয়া ধারাবাহিক কথা। অর্থাৎ প্রথম পাঁচের লড়াইয়ে তিনটি জি বাংলার ধারাবাহিক এবং দুটি স্টার জলসার।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

BT •• জগদ্ধাত্রী ৮.৩
2nd •• নিম ফুলের মধু ৮.২
3rd •• ফুলকি ৭.৯
4th •• গীতা LLB ৭.৮
5th •• কথা avarage ৭.১

Piya Chanda