Bangla Serial

অত্যন্ত খারাপ TRP! গাঁটছড়া, মন দিতে চাই নাকি গৌরী এল- বন্ধ হবে কে? টপারই বা কে?

প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকগুলির সাপ্তাহিক রেজাল্ট আউট হয় বৃহস্পতিবার। তবে চলতি সপ্তাহে একদিন দেরিতে শুক্রবার ফল প্রকাশ হয়েছে। কোন ধারাবাহিক কত নম্বর পেল সেই দিকেই চোখ থাকে আপামর বঙ্গ দর্শককুলের‌। আর তাই টিআরপি হচ্ছে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটি বিষয়।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক সপ্তাহের টিআরপি‌ই চমকপ্রদ হয়। তবে গত সপ্তাহে টিআরপি তালিকা কার্যত একটু বেশি আলাদা রকমের হয়েছিল। আর যা দেখে কার্যত চমকে উঠেছিলেন বাংলা টেলিভিশন প্রেমীরা। চলতি সপ্তাহে সবাইকে অবাক করে দিয়ে প্রথম স্থান থেকে একেবারে ঝপাং করে চতুর্থ স্থানে নেমে যায় জি বাংলার জগদ্ধাত্রী। আর যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান দর্শকরা। এমনটা কিভাবে হতে পারে? প্রথম স্থানে রাজত্ব করা শুরু করে অনুরাগের ছোঁয়া। ‌

তবে চলতি সপ্তাহে আবারও সেই আগের মতই টিআরপি তালিকা দেখা গেছে। অর্থাৎ প্রথম স্থানে অনুরাগের ছোঁয়া আর দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। কমেছে এই দুই ধারাবাহিকের মধ্যে নম্বরের পার্থক্য‌ও। ৮.৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া আর ৮.৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী।‌ অবশ্যই চলতি সপ্তাহে টিআরপি তালিকা দেখে ফের খুশির হাওয়া ভক্ত দর্শকদের মধ্যে‌।

বলাই বাহুল্য সেই সঙ্গে টিআরপিতে প্রথম পাঁচে দাপট দেখাচ্ছে সেই জি বাংলা। প্রথম স্থান ব্যতীত পরপর চারটি স্থানে রয়েছে জি বাংলার চারটি ধারাবাহিক। যথারীতি জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু ও রাঙা বউ। তবে এসেই কামাল করছে স্টার জলসার ধারাবাহিক তোমাদের রানী। চলতি সপ্তাহেও গৌরী এলোকে হারিয়ে দিয়ে স্লট লিড করেছে এই ধারাবাহিকটি। চলতি সপ্তাহে গৌরী এলোর প্রাপ্ত নম্বর ৩.৯ অন্যদিকে তোমাদের রানী পেয়েছে ৪.৫।

এই মুহূর্তে জি বাংলা এবং স্টার জলসা মিলিয়ে তিনটি এমন ধারাবাহিক রয়েছে যেগুলির প্রাপ্ত নম্বর ভীষণই কম। এবং সেই ধারাবাহিকগুলির দিকে চোখ রাখলে বলাই যায় আগামী দিনে হয়ত বন্ধের মুখ দেখতে পারে এই তিন ধারাবাহিক। আর এই তিন ধারাবাহিক হল জলসার রামপ্রসাদ, গাঁটছড়া আর জি বাংলার গৌরী এলো। যদিও এই তিনটি ধারাবাহিকের মধ্যে সবথেকে কম নম্বর রামপ্রসাদের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা –

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৯
২য় •• জগদ্ধাত্রী ৮.৪
৩য় •• ফুলকি ৭.৮
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৭
৫ম •• রাঙা বউ ৬.৮

Ratna Adhikary