জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: দীপা আউট, অপরাজিতার কাছে হেরে ভূত মিলি! রানীর কাছে ইচ্ছে পুতুল ম্যাজিক ফেল! টপ ফাইভে ঢুকল গীতা

প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের দিকে সবার আলাদা করে নজর থাকে। আসলে আজকেই বাংলা ধারাবাহিকগুলির সাপ্তাহিক ফল প্রকাশ হয়। প্রত্যেক সপ্তাহে এই দিনটির দিকে তাকিয়ে থাকেন দর্শকরা। তবে অবশ্য‌ই শুধুমাত্র দর্শকরা নন, ধারাবাহিকের কলাকুশলীদের কাছেও এই দিনটির বিশেষ রকমের গুরুত্ব রয়েছে। তাদের অভিনীত ধারাবাহিক চলতি সপ্তাহে কেমন পারফর্ম করলো, তাদের অভিনয় দর্শকদের কতটা মন জয় করতে সফল হলো সেগুলোও তো দেখতে হয়।

কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় বেশ পরিবর্তন হয়েছে। জলসার অনুরাগের ছোঁয়া যে ধারাবাহিকটি এতদিন ধরে টিআরপি তালিকায় সমানে রাজত্ব করছিল সেই ধারাবাহিক পিছু হটেছে। যদিও গত সপ্তাহে পিছিয়ে পড়ে চলতি সপ্তাহে আবারও টিআরপি তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছে অনুরাগের ছোঁয়া।

এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে জগদ্ধাত্রী। যুগ্মভাবে তার সঙ্গে রয়েছে নিম ফুলের মধু। দ্বিতীয় স্থানে ফুলকি, তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং কার কাছে কই মনের কথা। চতুর্থ স্থানে তোমাদের রানী ও পঞ্চম স্থানে গীতা এল.এল.বি।

অর্থাৎ প্রথম পাঁচে রয়েছে চারটে জি বাংলার ধারাবাহিক আর তিনটি স্টার জলসার। এই সপ্তাহেও জলসার জল থ‌ই থ‌ই ভালোবাসার কাছে হেরেছে জি বাংলার মিলি। অন্যদিকে দুই সপ্তাহ এগিয়ে গিয়ে তোমাদের রানীর কাছে টানা হেরে চলেছে ইচ্ছে পুতুল। তবে এই সপ্তাহে সবাইকে চমকে দিয়ে শুরুর সপ্তাহেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে গীতা এল.এল.বি। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধারাবাহিকটিকে ঘিরে দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ছিল। আর টিআরপি তালিকার মধ্যে দিয়েই সেই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটল।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

BT •• নিম ফুলের মধু / জগদ্ধাত্রী ৮.১
2nd •• ফুলকি ৭.৬
3rd •• অনুরাগের ছোঁয়া / কার কাছে কই ৭.২
4th •• তোমাদের রাণী ৬.৪
5th •• গীতা LLB. – ৬.২

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।