জি বাংলার ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিকে এবার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ছোটপর্দার জনপ্রিয় জুটি রাই এবং অনির্বাণের জীবনে সদ্যই এসেছে এক ছোট্ট সদস্য। একদিকে রাইয়ের শারীরিক অবনতি, অন্যদিকে অনির্বাণের পুরনো কোনও এক বান্ধবীর আগমন ঘটতে চলেছে গল্পে! যদিও এমনটাই জোর গুঞ্জন এখন টলি ইন্ডাস্ট্রির অন্দরে। এই নতুন মোড়ের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে রাইয়ের চরিত্রে অভিনয় করা ‘আরাত্রিকা মাইতি’র (Aratrika Maity) অনুপস্থিতির কথা। তবে কি অভিনেত্রী ছেড়ে দিচ্ছেন মিঠিঝোরা?
আসলে শীঘ্রই শুরু করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়ের প্রতীক্ষিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re) এর শুটিং, ফলে ধারাবাহিক থেকে কিছু দিনের জন্য ছুটি নিতে চলেছেন অভিনেত্রী। এই অনুপস্থিতিকে কেন্দ্র করে ধারাবাহিকের গল্পে আনা হচ্ছে নতুন মোড়। জানা যাচ্ছে, আরাত্রিকার স্ক্রিনটাইম কমানো শুরু হয়েছে সাময়িকভাবে। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই নির্মাতারা আনতে চলেছেন নতুন একটি চরিত্র, যিনি হতে পারেন অনির্বাণের কলেজের বান্ধবী বা অতীতের প্রেমিকা।
এমন একটি চরিত্র তৈরি করা হচ্ছে, যার আগমনে নাড়া দেবে রাই-অনির্বাণের দাম্পত্যে। ইতিমধ্যেই কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথাবার্তাও শুরু হয়েছে এই চরিত্রের জন্য। যদিও এখনও পর্যন্ত কার নাম চূড়ান্ত হয়েছে, তা জানা যায়নি। রাইয়ের গর্ভাবস্থা ইতিমধ্যেই ধারাবাহিকের অন্যতম আবেগঘন ট্র্যাক হয়ে উঠেছে। শারীরিকভাবে দুর্বল রাইকে সামলাতে গিয়ে অনির্বাণের মধ্যে যে দ্বন্দ্ব ও ভালোবাসার টানাপোড়েন চলছে, তার একাধিক দৃশ্য দর্শকের মন ছুঁয়েছে।
অন্যদিকে বোন নীলুর সঙ্গে রাইয়ের সম্পর্কেও আরও দূরত্ব তৈরি হয়েছে। পারিবারিক টানাপোড়েন, মাতৃত্বের সুখ এবং দাম্পত্যে অনিশ্চয়তা, সবকিছু মিলিয়ে রাই চরিত্রটি এক আবেগপ্রবণ মোড়ে দাঁড়িয়ে। এই পরিস্থিতির মাঝেই গল্পের নতুন চরিত্রর আগমণ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন পরিচালক। প্রতিবারের মতো এবারও দর্শকদের আগ্রহ ধরে রাখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। অতীতেও ধারাবাহিকগুলিতে বহুবার দেখা গিয়েছে এমন সাময়িক চরিত্রদের প্রবেশ।
আরও পড়ুনঃ পুরনো জুটির নতুন চমক! পর্দায় ফিরছে ‘খেলাঘর’ জাদু! আবার একসঙ্গে ফিরছে আরেফিন-স্বীকৃতি জুটি! আসছে কোন নতুন ধারাবাহিক?
মূলত যখন প্রধান চরিত্রের অভিনেতা বা অভিনেত্রী কিছুদিনের ছুটিতে যান, তখন গল্পে নিয়ে আসা হয় নতুন চরিত্র বা ট্র্যাক। কখনও তা সফল হয়েছে, আবার কখনও দর্শক মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ‘মিঠিঝোরা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে নতুন মোড় মানেই নতুন উত্তেজনা। দর্শক রাই-অনির্বাণকে নিয়ে যেমন জায়গায় রেখেছেন, তেমনই নতুন চরিত্রকে দেখার আগ্রহও রয়েছে। এখন দেখার, রাইয়ের অনুপস্থিতিতে নতুন সম্পর্কের রসায়ন কেমনভাবে দর্শকের মন কাড়ে।