জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুরনো জুটির নতুন চমক! পর্দায় ফিরছে ‘খেলাঘর’ জাদু! আবার একসঙ্গে ফিরছে আরেফিন-স্বীকৃতি জুটি! আসছে কোন নতুন ধারাবাহিক?

এক সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’ (Khelaghor) -এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন ‘সৈয়দ আরেফিন’ (Syed Arefin) এবং ‘স্বীকৃতি মজুমদার’ (Swikriti Majumder)। বস্তির ‘শান্টু গুন্ডা’ আর উচ্চবিত্ত পরিবারের মেয়ে ‘পূর্ণা’, তাঁদের রসায়ন ছিল এতটাই দুর্দান্ত যে পর্দার বাইরে গিয়েও তাঁদের জুটিকে ঘিরে তৈরি হয়েছিল আলাদা জনপ্রিয়তা। ধারাবাহিক শেষ হলেও দর্শকের মনে রয়ে গিয়েছে সেই মিষ্টি জুটি। এরপর আর একসঙ্গে দেখা না গেলেও এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ফের একবার একসাথে আসতে চলেছেন আরেফিন-স্বীকৃতি, আর তাতেই উচ্ছ্বসিত দর্শকমহল।

এক সময় টেলিভিশনের হাত ধরেই অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন ‘স্বীকৃতি মজুমদার’। ছোটপর্দায় পা রাখার পর ধীরে ধীরে ওয়েব সিরিজ এবং সিনেমার জগতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবিতেও নজর কেড়েছেন স্বীকৃতি। এবার তাঁকে দেখা যাবে পরিচালক মৈনাক ভৌমিকের আসন্ন ছবি ‘বিষণ্ণ’-তে। ছোটপর্দা থেকে বড়পর্দা, দুই মাধ্যমেই স্বীকৃতির সাবলীল অভিনয় চোখে পড়ার মতো।

অন্যদিকে সৈয়দ আরেফিন বর্তমানে বাংলা ধারাবাহিকে অন্যতম জনপ্রিয় অভিনেতা। খুব অল্প সময়েই ধারাবাহিকের পর ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এখন তাঁকে দেখা যাচ্ছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পুতুল টিটিপি’-তে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন ‘খেয়ালী মণ্ডল’, যিনি ‘পুতুল’-এর ভূমিকায় অভিনয় করছেন। দর্শক ইতিমধ্যেই পুতুল-ময়ূখের কেমেস্ট্রিতে মুগ্ধ।

এই ধারাবাহিকেই জামাইষষ্ঠী উপলক্ষে আসছে এক বিশেষ পর্ব। সেই বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে থাকছেন স্বীকৃতি মজুমদার। ইতিমধ্যেই সেই পর্বের জন্য প্রোমোর শুটিং শেষ করে ফেলেছেন অভিনেত্রী। গল্প অনুযায়ী জামাইষষ্ঠীর দিনে পুতুলের জীবনে আসে বড় সংকট। আর সেই সময়ই তার পাশে এসে দাঁড়ান স্বীকৃতির চরিত্র। শুধু তাই নয়, সেখানে তাঁর সঙ্গে যোগ দেবেন আরও এক পরিচিত মুখ ‘শ্যামৌপ্তি মুদলি’।

যদিও এটি কোনও নতুন ধারাবাহিক নয়, তবুও ‘খেলাঘর’ জুটিকে ফের একবার একফ্রেমে দেখতে পাওয়া নিঃসন্দেহে নস্ট্যালজিয়া জাগায়। সমাজ মাধ্যমে দর্শকের ভালোবাসায় বারবার প্রমাণ করেছে যে, আরেফিন-স্বীকৃতির জুটি আজও সমানভাবে জনপ্রিয়। ‘পুতুল টিটিপি’-র এই বিশেষ পর্বে তাঁদের উপস্থিতি শুধু গল্পেই নয়, দর্শকদের জন্যও হতে চলেছে বিশেষ। এখন অপেক্ষা যে ছোট পর্দায় সেই পুরনো জাদু আবার কতটা ছড়াতে পারে এই দুজন।

Piya Chanda

                 

You cannot copy content of this page