জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার বিকেলের স্লটে বড়সড় বদল! কুসুমের আগমনে বদলে যাচ্ছে অনেক কিছু! শুরুতেই শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক! জি বাংলার সিদ্ধান্তে ক্ষুব্ধ দর্শক!

বর্তমান সময়ে বাংলা টেলিভিশন (Bengali Television) ধারাবাহিকের (Serial) আয়ু দিন দিন ছোট হয়ে আসছে। আগে যেখানে এক একটা ধারাবাহিক বছরের পর বছর চলতো, এখন চার মাস, ছয় মাস, বা দুই মাস পার করতে না করতেই অনেক ধারাবাহিক বিদায় নিচ্ছে। তার অন্যতম কারণ চ্যানেল কর্তৃপক্ষের নতুন গল্পের জন্য সময়সীমা ঠিক করে রাখা। ফলে ভালো ফলাফল করলেও ধারাবাহিকের ভবিষ্যৎ টেকসই হচ্ছে না, দর্শক অভ্যস্ত হয়ে ওঠার আগেই গল্প থেমে যাচ্ছে।

কিছু মাস অন্তত নতুন ধারাবাহিকের আগমণ স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে, এখন ধারাবাহিকের টিকে থাকার জন্য শুধু গল্প নয়, প্রতি সপ্তাহের টিআরপিই বড় মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। আগের মতো গল্প ধৈর্য ধরে, ধাপে ধাপে এগোনো আর সম্ভব নয়। নতুন মুখ, নতুন জুটি আর আকর্ষণীয় প্রোমোর ঝলক দেখিয়ে দর্শকদের মন টানার চেষ্টা চলছে চ্যানেলের তরফে। কিন্তু তার পরেও অনেক সময় পুরনো প্রিয় চরিত্র বা গল্প বিদায় নিচ্ছে আকস্মিকভাবেই।

যেমন সম্প্রতি জি বাংলার ‘দুগ্গামনী ও বাঘ মামা’ শেষ হয়ে গেল, মাত্র আড়াই মাসের মধ্যেই! এদিকে একাধিক নতুন ধারাবাহিক এসে ভিড় জমিয়েছে। এর ফলে প্রিয় ধারাবাহিক গুলির ইতি টানার সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে। এবার জোর গুঞ্জন, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ শীঘ্রই পর্দা ছাড়তে চলেছে। কিছুদিন আগেও এই ধারাবাহিকটি বেশ ভালোই টিআরপি দিচ্ছিল, কিন্তু চ্যানেলের নতুন পরিকল্পনা অনুযায়ী, একের পর এক নতুন ধারাবাহিক আসার ফলে পুরনোগুলি ক্রমেই জায়গা হারাচ্ছে।

এবার ‘আনন্দী’ হয়তো তারই বলি হতে চলেছে। দর্শকদের একাংশ ইতিমধ্যেই খুশি নন এমন আকস্মিক পরিবর্তনে।জি বাংলার সাড়ে পাঁচটার স্লটে নতুন ধারাবাহিক ‘কুসুম’ আসছে। এই ধারাবাহিকে থাকছেন অঞ্জনা বসু ও সপ্তর্ষি রায়, প্রমুখরা। ফলে এই টাইম স্লট থেকে ‘আনন্দী’কে সরে যেতে হবে বলেই মনে করা হচ্ছে। এবার আরও জানা যাচ্ছে, নাকি শেষ হওয়ার আগে কিছুদিন রাত নটার দিকে সম্প্রচারিত হবে। যদিও চ্যানেল এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

তবুও ‘আনন্দী’-র শেষ হওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। সমাজ মাধ্যমে এই খবর ছড়াতেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য, এই ধারাবাহিকে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বেঁধেছিলেন, অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জি। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের বড় সাফল্যের পর, জি বাংলা সিদ্ধান্ত নেয় নতুন ধারাবাহিককে ফিরিয়ে আনবে তাঁদের। খুব বেশি না হলেও মোটের উপরে ভালোই সারা পেয়েছে ‘আনন্দী’।

তবে এখন প্রশ্ন উঠছে, এই ধারাবাহিক পরিবর্তনের ধারা কি দর্শকদের মানসিক ক্লান্তি বাড়াচ্ছে? নাকি নতুনত্বের খোঁজে চ্যানেলের এই সিদ্ধান্ত বাস্তবসম্মত? ‘আনন্দী’-র বিদায় যদি নিশ্চিত হয়, তাহলে সেই তালিকায় ‘মিত্তির বাড়ি’ বা ‘তুই আমার হিরো’-র মতো অন্যান্য ধারাবাহিকের নামও কি জুড়বে শীঘ্রই? এইসব প্রশ্ন এখন ঘুরছে দর্শকমহলে। তবে বর্তমান বাংলা টেলিভিশনে ধারাবাহিকের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চয়তা মধ্যে আছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page