৮ সেপ্টেম্বর, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিষেক বসুর জন্মদিন। বিয়ের পর এটি তাঁর প্রথম জন্মদিন, যা আরও বিশেষ হয়ে ওঠে স্ত্রী শার্লি মোদকের উপস্থিতিতে। চুপিসাড়ে আইনি বিয়ে সেরে নেওয়ার পর থেকে তারা আর নিজেদের ভালোবাসা লুকোতে চায় না। জন্মদিনেও শার্লি অভিষেককে শুভেচ্ছা জানাতে পিছপা হননি।
শার্লি মোদক নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তোমার মধ্যে খারাপ কিছু দেখি না। তুমি যে সম্মান আমায় দিয়েছ, তার জন্য আমি খুশি এবং কৃতজ্ঞ। তোমায় খুব ভালোবাসি।” এই বার্তায় স্পষ্ট যে, শার্লি নিজের অনুভূতি প্রকাশে বিন্দুমাত্র কাঁচা দারুন নয়।
তবে শার্লির লেখা শেষের অংশে তিনি লিখেছেন, “ভালবেসে সম্মান দিতে সবাই পারে না। অনেক ভালোবাসি।” এই লাইনটি নেটিজেনদের মনে প্রশ্ন উত্থাপন করেছে। কার প্রতি ইঙ্গিত শার্লি করছেন—এটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অভিষেকের প্রাক্তন প্রেমিকাকে ঘিরে অতীত বিতর্ককে মনে করিয়ে দিচ্ছে এই বার্তা।
অভিষেক এই মুহূর্তে দর্শকদের সামনে ‘ফুলকি’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে, বিয়ের পর শার্লিও নতুন কাজ শুরু করেছেন। ছোটপর্দায় দুঁদে খলনায়িকা হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এই নতুন ধাপ তাদের সম্পর্ককেও আরও দৃঢ় করেছে।
আরও পড়ুনঃ একটা সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেই বিরাট সাফল্য তানিষ্কার! টলিউড ছেড়ে এবার বলিউডে পাড়ি দিলেন অভিনেত্রী!
নেটিজেনরা শার্লি ও অভিষেকের এই খোলামেলা পোস্টে মুগ্ধ। অনেকে মন্তব্য করছেন, “এভাবেই সত্যিকারের ভালোবাসা বোঝা যায়।” অন্যরা আবার তীক্ষ্ণভাবে প্রশ্ন তুলছেন, এটি কি কোনো সরাসরি ইঙ্গিত প্রাক্তন প্রেমিকার দিকে? তবে স্পষ্ট, জন্মদিনের এই শুভেচ্ছা শার্লির আন্তরিক ভালোবাসার পরিচয় বহন করছে।