জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একটা সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেই বিরাট সাফল্য তানিষ্কার! টলিউড ছেড়ে এবার বলিউডে পাড়ি দিলেন অভিনেত্রী!

জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকে অভিনয় করে প্রথমেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী তানিষ্কা তিওয়ারি। প্রধান চরিত্রে অভিনয় করতে গিয়ে শুরুতে কিছুটা সমালোচনার মুখে পড়লেও, এখন তাঁর ফ্যান ফলোয়িং নজরকাড়া। এই মুহূর্তে ছোট্ট এই মিষ্টি অভিনেত্রী ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছেন।

‘কুসুম’ সিরিয়ালে অভিনেতা সপ্তর্ষি রায়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে আরও দেখা যাচ্ছে তাবড় তাবড় সব অভিনেতা-অভিনেত্রীদের। বর্তমানে গল্পে কাকতালীয়ভাবে কুসুম বাড়ির সবচেয়ে আদরের ছেলে আয়ুষ্মানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে। যদিও কুসুম মনে মনে আরিশ মানকেই নিজের স্বামী ভাবেন।

চরিত্রের এক বিশেষ দৃশ্যে কুসুম সিঁদুর তুলতে অস্বীকার করে এবং মালিককে নিজের স্বামী হিসেবে সেবা করতে শুরু করেন। এই বিষয়টি সম্পর্কে কেউই অবগত নয়, তাই দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে। ধারাবাহিকের আগামী পর্বে সব সত্য সামনে আসলে চরিত্রের প্রতিক্রিয়া জানা যাবে।

তানিষ্কার জন্য আরও আনন্দদায়ক খবর হলো, প্রথম ধারাবাহিকে সাফল্যের পর এবার তিনি বলিউডে পাড়ি দিতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজের আসন্ন ছবির নাম শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “এটা অসাধারণ অভিজ্ঞতা ছিল সকলের সঙ্গে কাজ করে। আমার প্রথম হিন্দি ছবি ‘তুম অর মায়’।’’ ছবিতে দেখা যায়, শ্যুটিং ফ্লোরে তিনি সহকর্মীদের ভালোবাসা পেয়েছেন।

একটি বিশেষ ছবি তনুজার সঙ্গে তানিষ্কার শেয়ার করা হয়েছে, যা দেখেই বোঝা যায়, বহুদিন পর প্রবীণ অভিনেত্রী আবার একটি নতুন চরিত্রে ফিরছেন। অনুরাগীরা পোস্টে কমেন্টে উৎসাহ জানাচ্ছেন। একজন লিখেছেন, “খুব ভালো করে কাজ করো,” আরেকজন বলেছেন, “এইভাবেই সাফল্য পাও, এটাই কামনা করি।”

Piya Chanda