জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিংয়ের মাঝেই হঠাৎ নাক থেকে গলগলিয়ে র’ক্ত! করতে হবে অস্ত্রোপচার, ভক্তদের উদ্বেগ বাড়ালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

বুধবার সকালে আচমকাই নিজের অস্ত্রোপচারের খবর জানিয়ে চমকে দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। হঠাৎ এই ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। সামাজিক মাধ্যমে দিতিপ্রিয়া লেখেন, “আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। যদি কেউ যোগাযোগের চেষ্টা করেন, আপাতত সম্ভব নয়। পরে আমি নিজে যোগাযোগ করব।” তাঁর এই বার্তাতেই ছড়িয়ে পড়ে চিন্তার ছায়া।

তাহলে কী হয়েছে দিতিপ্রিয়ার? জানা গেছে, নাকের হাড়ে সমস্যা দেখা দিয়েছে অভিনেত্রীর। প্রায় দুই বছর আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে তখন আর হয়ে ওঠেনি। অবশেষে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অস্ত্রোপচার করানো ছাড়া উপায় ছিল না।

দিতিপ্রিয়ার মা জানিয়েছেন, “প্রতিদিনই শুটিং করছিল ও। কিন্তু শটের ফাঁকে প্রায়ই নাক থেকে রক্ত পড়ত। তারপরেই ডাক্তার দেখিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।” তিনি আরও জানান, “ভয়ের কিছু নেই, খুব বড় অপারেশন নয়। ও এখন একদম ঠিক আছে।”

প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা শুটিংয়ে ব্যস্ত থাকেন দিতিপ্রিয়া। কাজের চাপে নিজের শরীরের খেয়াল রাখার সময়ই মেলে না। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে, যেখানে তাঁর সহ-অভিনেতা জীতু কমল। গল্পের টানটান উত্তেজনার মাঝে বাস্তব জীবনের এই ঘটনায় আরও একবার চমকে উঠেছেন দর্শকরা।

অভিনেত্রীর হঠাৎ এই শারীরিক সমস্যায় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন। পুজোর পরেই এমন ঘটনা ঘটে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েক দিনের বিশ্রামের পরই তিনি কাজে ফিরতে পারবেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page