Connect with us

    Bangla Serial

    Mithai Precap: মাথা ফাটবে মিঠাইয়ের, হবে অ্যাকসিডেন্ট! শেষ দৃশ্যে কী হবে আভাস পাওয়া গেল! দেখুন ভিডিও

    Published

    on

    Mithai, Zee Bangla, sid, bengali serial, soumitrisha kundoo, মিঠাই, জি বাংলা, সিড, বাংলা সিরিয়াল, সৌমীতৃষা কুণ্ড

    শেষদিন মিঠাই’এর। মনখারাপ তাই গোটা টিমের। কিছু শুরুর জন্য কিছু শেষ প্রয়োজন, আর সেটাই মেনে নিয়ে আজ গোটা মিঠাই টিম তাদের শেষ দিনের শুটিং-এ ব্যস্ত। আর তারমাঝেই মিঠাই টিমের মেম্বারদের দেখার জন্য ভিড় উপচে পড়েছিল ভক্তদের। আজ, ৩১শে মে বুধবার ‘মিঠাই’-এর লাস্ট দিনের শুটিং। ৩ বছরের কাছাকাছি হতে চলল ‘মিঠাই’এর বয়স। টিভিতে লাস্ট সম্প্রচার হবে ৪ই জুন। ২০২১ এর জানুয়ারি মাসে শুরু হয় এই ‘মিঠাই’।

    শেষের পথে এগোলেও টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলে এই সিরিয়াল। ধারাবাহিকের মধ্যে দিয়ে প্রথমদিন থেকে গ্রামের মিষ্টি মেয়ে মিঠাই বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে। পাশাপাশি সিড ছিল বং ক্রাশ। আর তাদের দুই সন্তান শাক্য ও মিষ্টি। টানা তিন বছর চলার পর অবশেষে ইতির খাতায় নাম লেখাতে চলেছে ‘মিঠাই’।

    তবে এই ‘মিঠাই’এর শেষ কেমন হবে, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের। এখনও কিছু জিনিস অসমাপ্ত রয়ে গিয়েছে দর্শকদের কাছে। যেমন, মিঠাই’এর আগুন থেকে ফিরে আসার রহস্য। কিভাবে মিঠাই মৃত্যুর মুখ থেকে ফিরে এল। সিডর বাবা মা-এর মিল। এছাড়াও অনেকে চেয়েছিলেন, একটা বড় লিপ নিতে পারতো ‘মিঠাই’। যেখানে মিষ্টি ও শাক্য বড় হয়ে যেত। একটা সুন্দর এন্ডিং দেওয়া যেত।

    tollytales whatsapp channel

    তবে সময় এতটাই কম যে এটাও হতে পারে, গল্প অসমাপ্ত রেখেই শেষ করা হবে ধারাবাহিক ‘মিঠাই’, এমনটাও মনে করছেন অনেকে। আর এই শেষ দিনেই মিঠাই’এর ড্রেসআপ দেখে কিছুটা গল্পের ধাঁচ বোঝা গেল। মিঠাই তা ভক্তদের সাথে শুটিং-এর মাঝেই দেখা করতে এল। মিঠাই’এর পরনে ছিল হাসপাতালের পেশেন্টের ড্রেস, মাথায় ছিল পট্টি বাঁধা। বোঝাই গেল একটা বড় দুর্ঘটনায় আহত মিঠাই।

    ‘মিঠাই’এর অভিনব অভিনয় দক্ষতা মন কেড়েছে অসংখ ভক্তদের। এখন তিনি সকলের নিজের মানুষ হয়ে উঠেছেন। এদিন ভক্তদের সঙ্গে দেখা করে খুব খুশি সৌমী। সকলের সাথে খুব ভালোভাবে কথা বলেন তিনি। ভিড় উপচে পড়া সত্বেও বিরক্ত ছিল না তাঁর মুখে, বরং হাসিমুখে সকলের সাথে কথা বলেন। ভক্তদের থেকে এতো গিফট পেয়ে নিজেকে ধন্য মনে করেন তিনি।