Connect with us

    Bangla Serial

    Ichche Putul: ফের ময়ূরীর চক্রান্তের শিকার মেঘ! দিদির জন্য প্রতিযোগিতায় গান করতে পারল না বোন! আসছে মহা পর্ব

    Published

    on

    ichche putul, megh, mayuri, souronil, bengali serial, zee bangla, ইচ্ছে পুতুল, মেঘ, ময়ূরী, সৌরনীল, জি বাংলা, বাংলা সিরিয়াল

    সদ্য শুরু হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। দুই বোনের গল্প নিয়েই এই ধারাবাহিক। ধারাবাহিকটির প্রোমো দেখেই অনেকের মনে হয়েছিল, হয়তো এই ধারাবাহিক ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের কপি। যদিও শুরু হওয়ার পর দেখা যায়, গল্প দুটো আলাদা। ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই গল্পে লেখক এনেছেন বিয়ের ট্র্যাক।

    ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র। ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে দুই বোনের মধ্যে বড় বোন অসুস্থ এবং ছোট বোন নিজের জীবন স্যাক্রিফাইস করে দিদিকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তারপরও বড় বোন ময়ূরী ছোট বোন মেঘকে পছন্দ করে না। আর ছোট বোন দিদির সব কথা মুখ বুজে সহ্য করে।

    পাশাপাশি এও দেখা যায়, দিদির ছোট বোনের পছন্দের ছেলেকেও বিয়ে করতে চায় সে। যদিও ময়ূরী আর সৌরনীলের বিয়েতে বদল হয় কনে। ময়ূরীর বদলে সৌরনীল-এর সাথে বিয়ে হয়েছে মেঘের। তবে সকলের সামনে ময়ূরী ভালো সাজলেও সে মনে মনে রেগে আছে মেঘের উপর। আর তার জন্য সে সবসময় মেঘকে বিপদে ফেলার নানারকম ফন্দি করছে। এমনকি বোনের সাথে বোনের শ্বশুরবাড়িতে পা রাখে ময়ূরী।

    tollytales whatsapp channel

    সম্প্রতি ময়ূরীর চক্রান্তে কলেজের পরীক্ষায় মেঘের ব্যাগ থেকে উদ্ধার হয় টুকলি করার নোট। তবে সে আবার পরীক্ষা দিয়ে প্রমান করে দেয় সে নির্দোষ। এই কাজ কার, তা মেঘ জানে তবুও সে চুপ থাকে। একটা সমস্যা মিটতে না মিটতেই আরেক নতুন সমস্যার মুখে পড়তে চলে মেঘ। সম্প্রতি আসা একটি প্রমো থেকে দেখা যায়, সামনে মেঘের গানের প্রতিযোগিতা।

    আর তা নিয়ে সৌরনীল খুবই আশাবাদী। মেঘকে গলার যত্ন নিতে বলে। কিন্তু ময়ূরীর চক্রান্তে আবার পা দেয় মেঘ। গলা খারাপ করানোর জন্য আইসক্রিম খাওয়ায় মেঘকে। আর প্রতিযোগিতায় মেঘ গান গাইতে গিয়ে গলার সমস্যা হয়। এবার কি করে এই বিপদ থেকে মুক্তি পাবে মেঘ? মেঘ আরও এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।