জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Adrit-Soumitrisha: অমলিন সিধাই কেমিস্ট্রি! পর্দায় আবারও নজির রাখলো সিধাই ম্যাজিক! মিঠাই শেষ হলেও বেস্ট কাপল আদৃত-সৌমিতৃষা

কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়ে গেছে এই সময়ের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকটি ধারাবাহিকের সীমা অতিক্রম করে ক্রমশ‌ই দর্শকদের কাছে ভালো থাকার টনিকে পরিণত হয়েছিল। আর তাই এই ধারাবাহিকের অন্তিম লগ্নে আবেগের বিস্ফোরণ হতে দেখা যায় দর্শকদের মধ্যে।

এই ধারাবাহিকের নায়ক নায়িকা জুটি মিঠাই ও সিদ্ধার্থ ছিল দর্শকদের নয়নের মণি। বলা যায় কার্যত এই দুজনকে চোখে হারাতেন তাঁদের ভক্তরা। আদর করে তাদের নাম দিয়েছিলেন সিধাই। আর প্রিয় নায়ক-নায়িকার জুটিকে আর কখনোই দেখা যাবে না ভেবে মন কেঁদে উঠেছিল সবার।

আসলে এখানেই শেষ নয়, নায়ক আদৃত রায় ও নায়িকা সৌমীতৃষা কুন্ডুর ব্যক্তিগত জীবনের সমস্যার কথা প্রকাশ্যে আসতে মন ভাঙে অনেক দর্শকের। খবর রটে রিল লাইফে নাকি যতটা ভালো সম্পর্ক দেখানো হয় এই দুজনের রিয়েল লাইফে ততটাই খারাপ সম্পর্ক নাকি এই দুই তারকার। কিন্তু কেন?

জানা যায় মিঠাই ধারাবাহিকের সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে আদৃত রায়ের প্রেমের খবরে গোঁসা হয়েছিল সৌমীতৃষার। বিভিন্ন সময় এই তিনজনের ত্রিকোণ প্রেমের খবর রটে। বারবার অদৃতের প্রেমের সম্পর্কে তাঁর নাম জড়িয়ে পড়ায়, মনে কষ্ট পেয়েছিলেন সৌমীতৃষাও। আর তাই অনেকেই মনে করেছিলেন মিঠাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর আর কখনই প্রাণপ্রিয় সিধাই জুটিকে একসঙ্গে দেখা যাবে না।

কিন্তু না, দর্শকদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে ভক্তদের মুখে হাসি ফুটিয়ে আবারও এক হল আদৃত-সৌমীতৃষা। মিঠাই ধারাবাহিকের শেষ লগ্নেও তাঁদের ভালো সম্পর্ক ক্যামেরার সামনে ফুটে উঠেছিল। মন ভরে গিয়েছিল ভক্তদের। আর আজ ফের একবার একসঙ্গে হলেন তাঁরা। টিভিনাইন বাংলা আয়োজিত ‘ঘরের বায়োস্কোপ’ অনুষ্ঠানে মিঠাই ধারাবাহিক জিতে নেয় বেশ কিছু পুরস্কার। আর সেই পুরস্কার নিতেই একসঙ্গে পাশাপাশি দাঁড়ালেন আদৃত-সৌমীতৃষা। একসঙ্গে হাতে হাত ধরে নিলেন পুরস্কার। আর তাঁদের ফের একবার একসঙ্গে দেখতে পেয়ে উচ্ছ্বসিত তাঁদের তামাম ভক্তকূল।

Ratna Adhikary

                 

You cannot copy content of this page