জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Krushal-Adrit: একটা সিরিয়াল করেই পরপর তিনটে সিনেমার কাজ পেলেন ক্রুশল আহুজা! ‘আদৃত তো বড় সিনেমায় ফ্লপ করে ছোট সিরিয়ালে আসলো’, আবার খোঁচা KKBT ভক্তদের

ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই বড় পর্দায় তাঁর প্রবেশ ঘটলো। প্রথম ছবিতে দিতিপ্রিয়া রায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই অবাঙালি নায়ক। তিনি হলেন “কী করে বলবো তোমায়” খ্যাত ক্রুশল অহুজা। অভিনয় জগতের শুরুটা বাংলা সিরিয়ালে নয় যদিও তবে একটা কাজের মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ক্রুশল। একটি হিন্দি সিরিয়ালের পর সোজা বাংলা ধারাবাহিক আর এবার একটা বাংলা সিরিয়ালের পরেই নতুন ধামাকা।

এবার নায়কের ভক্তদের জন্যে এলো সুখবর। টলিপাড়ায় নতুন গুঞ্জন এসকে মুভিজের পর এ বার সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ করতে চলেছেন ক্রুশল। নিসপাল সিংহ রানে হলেন সুরিন্দর ফিল্মসের কর্ণধার। এবার খবর তাঁর সঙ্গেই প্রযোজনা সংস্থার আগামী তিনটি ছবির কাজের জন্য সই করে ফেলেছেন নায়ক।

এ ব্যাপারে নায়কের সঙ্গে যোগাযোগ করে এক সংবাদ মাধ্যম। তিনি জানান, এটা রটনা। কিন্তু খবর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিচালক রাজীব কুমার জানান পুজোর পর আবার তিনিই সুরিন্দরের প্রযোজনায় ছবি তৈরি করবেন। তাহলে কি সেই সিনেমাতেই দেখা যাবে ক্রুশলকে? তিনিই কি নায়ক? ধোঁয়াশা রয়েছে এই বিষয়টা।

আপাতত জানা গেছে, সিনেমায় নায়ক ক্রুশল আর দুই নায়িকা হলেন ‘রানিমা’ দিতিপ্রিয়া রায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এটা ত্রিকোণ প্রেমের গল্প নাকি নয়। তিনজন ছাড়াও ছবিতে নাকি থাকছেন নায়িকা সুদীপ্তা চক্রবর্তী।

Nira

                 

You cannot copy content of this page