জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বিশ্বাস করে ঠকেছি,তিয়াসাকে মিস করি না আর!’, কৃষ্ণকলির ইমেজ একদম ধুয়েমুছে সাফ করে দিলেন সুবান রয় 

এক বছর হয়ে গেল তারা একে অপরের থেকে দূরে রয়েছে। পাঁচ-ছয় মাস হল পাকাপাকিভাবে বিবাহ বিচ্ছেদ করেছে অভিনেত্রী তিয়াসা লেপচা এবং অভিনেতা সুবান রায়। বিগত কিছু মাস ধরে দুজনের সম্পর্কের টানাপোড়েন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল। কিন্তু এই চর্চাকে কখনওই নিজের পেশাদার জীবনে ঢুকতে দেননি সুবান।

সোমবার থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তুমিই যে আমার মা।’ মুখ্য চরিত্রে রয়েছেন সুমন দে এবং প্রিয়া মণ্ডল। আর এই নতুন মেগাতেও খলনায়ক হিসেবে রয়েছেন সুবান। গ্রামে তার বিশাল প্রতিপত্তি। নায়িকা প্রিয়াকে সারা ক্ষণ বিরক্ত করতে চায় সে।

এক সংবাদমাধ্যম যোগাযোগ করে সুবানের সঙ্গে। এক বছরে অনেক বেশি তিনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছেন। তাই নিজের প্রাক্তন স্ত্রীকে মিস করার কোন সুযোগ পাননি তিনি। এতটাই রয়েছে কাজের চাপ। তিয়াসাকে মনে পড়ে না তাঁর। কোথাও একলা লাগে না নায়কের।

সুবান জানিয়েছেন যে তিনি বিশ্বাস করে ঠকেছেন একবার। প্রেম, ভালবাসা দুই-ই বেঁচে থাকুক, কিন্তু সেটা সময়ের ব্যাপার। যদি কেউ সঠিক মানুষ হয়, পাশে থাকতে চায় তিনি সাদরে গ্রহণ করতে রাজি।

Piya Chanda

                 

You cannot copy content of this page