জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মিঠাইয়ের উচ্ছেবাবু অর্থাৎ সিডের মামা টোটা রায়চৌধুরী! জানতেন আপনারা?

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। এই ধারাবাহিকের দুই মূল চরিত্র মিঠাই আর সিডকে নিয়ে দর্শকদের উন্মাদনা থাকে সর্বদাই তুঙ্গে।

সিড অর্থাৎ আদৃত রায় খুব কম সময়ের মধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়,তাঁর হ্যান্ডসাম ফিগার মহিলাদের হার্টথ্রব হয়ে উঠেছে। তাই দর্শক সংখ্যা ক্রমাগতই হুহু করে বাড়ছে।

কিন্তু এবার ছড়িয়ে পড়লো এমন এক গুজব যাকে ফেলে দেওয়ার জো নেই। আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি খবর। সেটা হলো শ্রীময়ী ধারাবাহিকের রোহিত সেন নাকি এবার মিঠাইয়ে। বুঝতে পারলেন না তো?

খোলসা করেই বলা যাক। মিঠাই ধারাবাহিকে আসছেন সিডের মামা। আর সেই চরিত্রে নাকি দেখা যেতে পারে বিখ্যাত টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীকে। এমন একটি খবর মুহূর্তের মধ্যে অবাক করে দিয়েছে দর্শকদের।

এই খবর ভাইরাল হতেই দর্শকরা তাকিয়ে হয়েছে প্রতিটি পর্বের দিকে। কেউ কেউ বলছে এই খবর যেন সত্যি হয়। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি কেউ। সেটা সত্যি নাকি আসলেই একটি গুজব তা এখনই বলা যাচ্ছে না। কিন্তু সকলে মনেপ্রাণে এই চরিত্রে চাইছে টোটা রায়চৌধুরীকেই। দেখা যাক বাস্তবে কী হয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page