জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আবার সেটে আঘাত লাগলো মিঠাইয়ের, তবু চলল শুটিং! কুর্নিশ অভিনেত্রীক

যে কোন পেশায় কাজের ক্ষেত্রে থাকে নানা রকম ঝুঁকি। আগের থেকে ভেবে নিয়ে তবেই কাজের দিকে এগোতে হয়। এমনকি অভিনয়ের ক্ষেত্রেও শুধুমাত্র অভিনয়টাই নয়, এর পাশাপাশি জড়িয়ে তাকে আরও অনেক ক্ষেত্র। সেগুলো থেকেও আসতে পারে নানা সমস্যা। যেমনটা হলো মিঠাইয়ের ক্ষেত্রে।

ছোটপর্দার জনপ্রিয় নাম হয়ে উঠেছে মিঠাই। আর সেই সুবাদে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। আমরা সকলেই জানি বেশ কয়েক দিন ধরে অসুস্থ রয়েছে উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়। কিন্তু এই অসুস্থতা নিয়ে ক্রমাগত শুটিং করে চলেছেন নায়ক।

তার আগেই নীপা অর্থাৎ ঐন্দ্রিলা সাহার পা ভেঙে গেছিলো তবুও তা নিয়ে অভিনয় করেছেন। এবার প্রশংসা মিঠাইয়ের। তিনিও এমন কিছু করলেন যার জন্য দর্শকদের কাছে সম্মানিত হলেন এই নায়িকা। কী করেছেন তিনি?

মিঠাইয়ের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছে। আগামী দিনে স্কুটি নিয়ে কোনো পর্ব আসতে চলেছে যার জন্য স্কুটি চালানো শিখছিলেন অভিনেত্রী। সেখানেই প্রচন্ড জোরে আঘাত লাগে নায়িকার।

পায়ে রক্ত জমাট বেধে গেছে, কাঁধে এবং বুকে চোট লেগেছে। কিন্তু কোনো বিশ্রাম নয়, ক্রমাগত শুটিং করে চলেছেন তিনি। এই অবস্থাতেই রবীন্দ্র জয়ন্তীর দিন নাচের পারফরম্যান্স করেছিলেন সৌমীতৃষা। এই খবর সামনে আসতেই নায়িকাকে কুর্নিশ জানালো দর্শক।

Piya Chanda

                 

You cannot copy content of this page