জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘সবাই কাজ পাচ্ছে, আমি বসে র‌ইছি, এত হার্ডওয়ার্ক করলাম, তাও কেন কিছু পেলাম না’ অবসাদ গ্রাস করেছিল অকপট অনামিকা

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। তবে বেশিরভাগ সময় অনামিকাকে দেখা গিয়েছে টেলিভিশন পর্দাতেই। জি বাংলার ‘রাজযোটক’ ধারাবাহিকের সেই বনিকে মনে আছে? চঞ্চল, হাসিখুশি, সেই নায়িকাই অনামিকা চক্রবর্তী। আজ নায়িকা চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রে অভিনয় করছেন তিনি। নিজের কঠিন দিনগুলির কথা ভাগ করে নিলেন অভিনেত্রী।

দীর্ঘদিন পর টেলিভিশনে কামব্যাক, কি বলছেন অনামিকা?

জি বাংলার ‘রাজযোটক’ ধারাবাহিকের অভিনেত্রী অনামিকা চক্রবর্তী অভিনয় দেখে তৎকালীন সময় অনেকেই বলেছিলেন তিনি অনেক দূর যাবেন। আর সেভাবেই কঠিন পরিশ্রম করতেন অনামিকা। তিনি থেমে থাকতে রাজি ছিলেন না। টেলিপর্দার দাপুটে বনি এরপর অভিনয় করেছেন আরো বেশ কিছু ধারাবাহিকে।

তবে তারপর কার্যত অনেকদিন কাজ ছিল না অভিনেত্রীর। দোটানার জীবনে সেভিংস ভাঙিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চেহারা ভারী হয়ে যাওয়ার জন্য কাজ পাচ্ছিলেন না তিনি। আর এই সময়টাই খুব হন্ট করেছে অভিনেত্রীকে। ‌তিনি বললেন, “সবাই কাজ করছে, তিনি বাড়িতে বসে। এটাই খুব হন্ট করত।”

তবে বর্তমানে তিনি ফিরেছেন ব্যস্ত কর্মজীবনে। জি বাংলার জনপ্রিয় মেগা ‘মিঠিঝোরা’-তে তাঁকে দেখা যাচ্ছে নায়ক অনির্বাণের প্রথম স্ত্রীর চরিত্রে। তবে কাজে ফিরতে পারলেও মনে আক্ষেপ রয়ে গিয়েছে অভিনেত্রীর। এই ধারাবাহিকে তাঁর চরিত্র প্রধানত নেগেটিভ। একসময় তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। তাই নিজের পুরনো জায়গাতে ফিরতে চান তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অনামিকা বললেন, তিনিও তো অনেক হার্ডওয়ার্ক করেছেন। ‌তাহলে তাঁর জন্য যেটা যোগ্য সেটা পেলেন না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অভিনেত্রী। ‌তাঁর কথায় ফুটে ওঠে, “কামব্যাক তো তখনই হবে যখন আগের জায়গায় ফিরতে পারব।” ‘মিঠিঝোরা’-র পর নতুন কাজের প্রস্তুতিতে থাকবেন অনামিকা চক্রবর্তী।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page