জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ম্যানেজমেন্ট ছেড়ে অভিনেত্রী! শুরুতেই ছক্কা! প্রথম অডিশনেই সিরিয়ালে সুযোগ পান ‘ডায়মন্ড দিদি’ ডোনা

টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ ডোনা ভৌমিক (Dona Bhowmik)। টিভি পর্দার হিট সিরিয়াল ‘টুম্পা অটোওয়ালি’র টুম্পা, ‘মোমপালক’র মোম, আবার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’র ডায়মন্ড। ডোনা যেন সবেতেই এক নম্বরে। ম্যানেজমেন্টের ছাত্রী থেকে কিভাবে নায়িকা হয়ে উঠলেন ডোনা?

অভিনেত্রী ডোনা ভৌমিকের অভিনেত্রী হওয়ার কাহিনী!

বিভিন্ন ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় দিয়েই দর্শকদের মন ছুঁয়েছেন অভিনেত্রী। তবে তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এক সময় অভিনয় জগতে আসার নাকি কোন পরিকল্পনাই ছিল না তার। তিনি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়লেও আচমকাই চলে আসেন লাইমলাইটের জগতে। আর নিজ পরিশ্রমে নিজের পরিচয় গড়ে নিয়েছেন নায়িকা।

dona bhowmik

ডোনা ভৌমিক একবার অডিশন দিয়েই সুযোগ পেয়েছিলেন অভিনয়ের। তাও আবার সরাসরি নায়িকার চরিত্রে। সদ্য জি বাংলার পর্দায় শেষ হওয়া ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’র ডায়মন্ড কি বাস্তবেও ডায়মন্ডয়ের মতই? এক সাক্ষাতকারে অভিনেত্রী জানান, বাস্তবেও নায়িকা ঠিক ততটাই চনমনে, প্রানখোলা, তিনি কখনোই স্যাক্রিফাইস করতে দ্বিধা করে না।

ডোনা পরিবারের জন্য বিপদের সম্মুখীন হতেও রাজি আছেন। তিনি সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে ভালোবাসেন। কারণ আসলেই একান্নবর্তী ঐতিহ্য তাঁর রক্তে। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কয়েক মাসেই বন্ধ হচ্ছে টেলিপর্দার একের পর এক ধারাবাহিক। তাই নিয়ে চিন্তা করেন ডায়মন্ড?

এমন অনিশ্চিত জগতে পা রাখতে কি আদৌ ভয় পেয়েছিলেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে ডোনা জানিয়েছেন, যেখানে যোগ্যরা সুযোগ পাচ্ছেন না সেখানে তিনি পেয়েছেন এটাই তো তাঁর কাছে অনেক বড় ব্যাপার। আর নিজের প্রতি আস্থা রাখেন অভিনেত্রী।

Piya Chanda

                 

You cannot copy content of this page