জি বাংলার (Zee Bangla) হিট ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। যে ধারাবাহিক দীর্ঘ দিন টেলিভিশনের পর্দায় রাজত্ব করে এসেছে। টিআরপি তালিকায় শীর্ষস্থানে থাকা ধারাবাহিকে চলছে নতুন প্লট। জগদ্ধাত্রীর পর নতুন অধ্যায় এখন দুর্গার। এরই মাঝে আড্ডায় প্রধান অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee) ও প্রধান অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallik)।
ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন অঙ্কিতা-সৌম্যদীপ!
জি বাংলার হিট মেগা সিরিয়াল জগদ্ধাত্রীর কেন্দ্রীয় চরিত্র তাঁরা। দীর্ঘদিন ধরে পর্দায় দেখা গিয়েছে তাদের কেমিস্ট্রি। অভিনয় করতে করতে প্রেমে পড়েছেন অনেকেই। যথারীতি স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীকে নিয়ে রটেছে নানান কথা। তাঁরাও নাকি পড়েছেন প্রেমে। কিন্তু বাস্তবে সত্যিটা কি? চুপিসারে প্রেম করছেন জ্যাস-স্বয়ম্ভু?
এর আগে বহুবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন তারা। আরো একবার বিশেষ সাক্ষাৎকারে এসে একই সুর তুলে তাঁরা বললেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্লান্ত তারা। এতদিনে একসঙ্গে অভিনয় করতে করতে দুর্দান্ত রসায়ন তৈরি হয়েছে তাদের। তবে তার মানে এটা নয় চুটিয়ে প্রেম করছেন। তাছাড়া মাঝেমধ্যেই রটে নানান ধরনের ভুয়ো খবর। যা মোটেই সত্যি নন বলে মানছেন জুটি।
অঙ্কিতা বললেন, “মাঝেমধ্যেই লেখা হয় অঙ্কিতা ও সৌম্যদীপের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছে। সেটের মধ্যে দুজনের মুখ দেখাদেখি বন্ধ। আসলে সেগুলি মোটেই সত্যি নয়। কেন শুধু শুধু একটা মানুষের সাথে ঝগড়া করব?” অঙ্কিতার সঙ্গে তাল মেলালেন সৌম্যদীপও। আসলেই তারা খুব ভালো বন্ধু।
আরও পড়ুনঃ ৩২ লাখ টাকার বাইক কেবল ১ শটের জন্য! টেলিভিশনের পর্দায় নজির গড়ল এসভিএফ!
জগদ্ধাত্রীর বর্তমান প্লট বেশ পছন্দ করছেন দর্শক। জগদ্ধাত্রীর গল্প ছাপিয়ে দুর্গার গল্প দেখানো হচ্ছে। আর সেটাও বেশ উপভোগ করছেন অনুরাগীরা। অভিনেত্রীর কথায়, যেখানে তিন চার মাস চলার পর এক একটা সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে এতদিন পর যে জগদ্ধাত্রী ভালো টিআরপি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটাই সব থেকে বড় পাওনা।