জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। দিনের পর দিন এই ধারাবাহিক নিত্যনতুন মোড় বদল করে দর্শকদের রীতিমতো চমকে দিচ্ছে। টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে থাকা এই ধারাবাহিকটি বর্তমানে নতুন মোড়ে দাঁড়িয়ে। ফুলকির ওপর প্রতিশোধ তুলতে তাঁকে একেবারে শেষ করে ফেলল রুদ্র।
ফুলকি আজকের পর্ব ১০ ফেব্রুয়ারি (Phulki Today Episode 10th February)
ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ফুলকির ওপর প্রতিশোধ তুলতে তাঁকে মেরে ফেলছে রুদ্র। এমনিতেই দীর্ঘদিন ধরে ফুলকির সঙ্গে দ্বৈরথ চলছে রুদ্রর। রুদ্রর পথের কাঁটা ফুলকি। কিছুদিন আগেই ফুলকি শালিনীকে তার মোক্ষম জবাব দিয়েছে। রুদ্রকেও সে ছেড়ে দেবে না।
![Phulki, Phulki Serial Today, Phulki Serial Today Episode 10th February, Zee Bangla, জি বাংলা, ফুলকি ফুলকি, phulki, zee Bangla, zee Bangla serial](https://tollytales.com/wp-content/uploads/2025/02/Rudrorup-tried-to-harm-phulki-but-ended-up-caught-by-her-1024x614.webp)
ধারাবাহিকের পর্বে দেখা যায়, শালিনীকে ভয় দেখিয়ে তার পেট থেকে সমস্ত সত্যি বের করেছে ফুলকি। পুলিশের কাছে সবকিছু স্বীকার করার পর শালিনী রুদ্রের কাছে যায়। আর বলে যে, যদি সে কোনোভাবে ফেঁসে যায় তাহলে রুদ্রকে ছেড়ে দেবে না। আর তখন থেকেই রুদ্র প্ল্যান করতে থাকে কিভাবে ফুলকিকে সরিয়ে ফেলা যায়।
ফুলকি এমনিতেই দৃষ্টিশক্তি হারিয়েছে। ফুলকির দৃষ্টিশক্তি একেবারে কেড়ে নেওয়ার জন্য কোমর বেঁধে লাগে রুদ্র। এমনকি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ফুলকিকে একেবারে অন্ধ করে দেবে এমন পরিকল্পনা করতে বাদ রাখেনি সে। কিন্তু এসব ছাড়িয়ে এবার ফুলকিকে প্রাণে মেরে ফেলার প্ল্যান কষে ফেলল রুদ্র।
আরও পড়ুনঃ “প্রচন্ড ঝগড়া, মুখ দেখাদেখি বন্ধ! কেন লোকে এসব বলে…” বন্ধুত্ব চলছে নিজের মতই! ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন সৌম্যদীপ
এআই এর সাহায্য নিয়ে রোহিতের গলা নকল করে ফুলকিকে খোলা ছাদে ডেকে পাঠায় রুদ্র। ফুলকি মোটেই বুঝতে পারে না এটা আসলে রুদ্রের চাল। তবে ফুলকি এটা বুঝেছিল রুদ্র কোনভাবে কাঁথি যায়নি। সে নবাবগঞ্জেই রয়েছে। রোহিত ডাকছে ভেবে ফুলকি খোলা ছাদে চলে আসে। সেখানেই ফুলকির ওপর প্রতিশোধ তোলার চেষ্টা করে রুদ্র।