জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হাতে রয়েছে মাত্র ২৪ ঘন্টা! সন্দীপের চাকরি বাঁচাতে সুস্নাতর ফাঁদে পা দিল পারুল ও রায়ান!

জি বাংলার (Zee Bangla) হিট ধারাবাহিক পরিণীতা (Parineeta)। অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) ও অভিনেত্রী ঈশানি চ্যাটার্জি (Ishani Chatterjee) অভিনীত মেগা সিরিয়ালটি আরম্ভ হওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে। আর এবার ধারাবাহিকে জমজমাট পর্ব। সন্দীপের চাকরি বাঁচাতে সুস্নাতর ফাঁদে পা দিল পারুল ও রায়ান।

পরিণীতা আজকের পর্ব ১০ ফেব্রুয়ারি (Parineeta Today Episode 10th February)

পরিণীতা ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো স্কোর নিয়ে নাম করেছে। ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব পছন্দ হচ্ছে দর্শকদের। বর্তমানে জমজমাট পর্ব চলছে ধারাবাহিকে। যেখানে দেখা যাচ্ছে বিয়ে নিয়ে চলছে মহা জটিলতা। জোর করে রায়ানের বোনের বিয়ে দেওয়ার পথে বাধা হয়েছে পারুল ও রায়ান। আর তারপরেই তৈরি হয়েছে জটিলতা।

Zee Bangla, Parineeta, Bengali Serial, Television, Entertainment, জি বাংলা, পরিণীতা, বাংলা সিরিয়াল, টেলিভিশন, বিনোদন, বিনোদনের খবর

ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাচ্ছে, নিজের চাকরি খুইয়ে প্রচন্ড রেগে গেছে সন্দীপ। আর সে বাড়ি এসে বলতে থাকে পারুলের জন্য তাঁর চাকরিতে সমস্যা হচ্ছে। কারণ ফন্দি এঁটেছিল পারুল আর রায়ান। অন্যদিকে রায়ানের কাকিমা বলতে থাকে, রায়ানের মা নিজেদের জন্য এত বড় সর্বনাশ করেছে তাঁদের। ‌

পারুলকে বারবার দোষারোপ করা হচ্ছে বলে এক সময় রেগে যায় রায়ান। যে বলতে থাকে, সন্দীপ যা করছে তা মোটেই ঠিক করছে না। কিন্তু পারুল অবশেষে রেগে যায় আর বলে যে, তাঁর জন্য যখন সন্দীপের চাকরি গেছে, তখন একটা না একটা ব্যবস্থা সেই করবে। এই বলে পারুল আর রায়ান সুস্নাতর অফিসে চলে যায়।

এদিকে, সুস্নাতর বস তাঁকে একটা টার্গেট দিয়েছে। যেটা ২৪ ঘন্টার মধ্যে পূরণ করতে হবে। এমন সময় পারুল আর রায়ান এসেছে শুনে প্রচন্ড রেগে যায় সুস্নাত। তাদের দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করায় সে। শেষমেষ রায়ান রেগে চলে গেলেও পারুল সুস্নাত গাড়ির কাছে চলে যায়। সুস্নাত এই টার্গেট পারুল আর রায়ানকে দিয়ে পূরণ করাবে বলে ঠিক করে। আর সেই প্রস্তাবে রাজি হয়ে যায় তারা।

Piya Chanda