বিশ্বজুড়ে চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ, যেখানে প্রেমিক-প্রেমিকারা বিভিন্ন দিনে ভালোবাসা উদ্যাপন করেন। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারির এই বিশেষ সময়ে প্রতিটি দিন আলাদা আলাদা ভাব প্রকাশের জন্য নির্ধারিত। এর মধ্যে ১০ ফেব্রুয়ারি ‘টেডি ডে’ হিসেবে পরিচিত, যখন নরম-স্নিগ্ধ টেডি বেয়ার উপহারের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা হয়। নব্বইয়ের দশকে বিশ্বায়নের ছোঁয়ায় ভারতে ভ্যালেন্টাইন সপ্তাহের জনপ্রিয়তা বাড়ে, বিশেষ করে বলিউডের প্রেমের ছবিগুলোর মাধ্যমে। শাহরুখ খানের রোম্যান্টিক সিনেমাগুলো একসময়ের তরুণ-তরুণীদের প্রেমের ভাষা শিখিয়েছিল। সময়ের সঙ্গে বদল এসেছে উদ্যাপনের ধরনে, তবে টেডি বেয়ার এখনও ভালোবাসার প্রতীক হয়ে রয়ে গেছে।
টেডি বেয়ারের উৎপত্তির পেছনে একটি ইতিহাস রয়েছে। ১৯০২ সালে মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মিসিসিপির জঙ্গলে শিকারে গিয়ে একটি ছোট্ট ভালুক ছানার সামনে দাঁড়ান। শিকারসঙ্গীরা তাঁকে ছানাটিকে গুলি করতে বলেন, কিন্তু মানবিকতার খাতিরে তিনি তা করতে অস্বীকার করেন। এই ঘটনার অনুপ্রেরণায় বিখ্যাত কার্টুনিস্ট বেরিম্যান একটি কার্টুন আঁকেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর আমেরিকার ‘আইডিয়াল নভেলটি অ্যান্ড টয় কোম্পানি’-র মালিক মরিস মিকটম প্রথমবারের মতো খেলনা ভালুক তৈরি করেন, যা ‘টেডি বেয়ার’ নামে পরিচিতি পায়। ধীরে ধীরে এটি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে ওঠে।
টেডি ডে উপলক্ষে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য স্মৃতিচারণা করেন তাঁর পুরোনো প্রেম দিবস উদ্যাপনের কথা। সদ্য বিবাহিত শ্বেতা জানান, তাঁর বাড়িতে প্রচুর টেডি রয়েছে, যেগুলোর মধ্যে কিছু তাঁর স্বামী রুবেল দাস উপহার দিয়েছেন। যদিও টেডি বেয়ার খুব বেশি পছন্দের উপহার নয় তাঁর, তবুও ভালোবাসার উপহার পাওয়া সবসময় আনন্দের। এবার প্রেম সপ্তাহ উদ্যাপনের জন্য বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও প্রেমের মূল্য তিনি সবসময়ই অনুভব করেন।
অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুন্ডু জানান, ছোটবেলায় কখনো প্রেম করার সুযোগ পাননি, তাই টেডি বা অন্যান্য ভালোবাসার উপহার পাওয়ার অভিজ্ঞতাও নেই। তবে তাঁর মতে, প্রেমের প্রকাশ শুধু নির্দিষ্ট একটি দিনে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তিনি বলেন, “আমি উপহার পাওয়ার চেয়ে প্রেমিকের সঙ্গে আইফেল টাওয়ারের নিচে হট চকোলেট খেতে বেশি ভালোবাসব।” যদিও অনুরাগীদের কাছ থেকে অনেক টেডি উপহার পেয়েছেন, সেই ভালোবাসাকে তিনি অমূল্য বলে মনে করেন।
আরও পড়ুনঃ হাতে রয়েছে মাত্র ২৪ ঘন্টা! সন্দীপের চাকরি বাঁচাতে সুস্নাতর ফাঁদে পা দিল পারুল ও রায়ান!
অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে অভিনয় করছেন, জানালেন যে তিনি টেডি বেয়ার পছন্দ করেন। যদিও প্রেম সপ্তাহে পর্দার নায়ক সাহেব ভট্টাচার্যের কাছ থেকে কোনো উপহার পাননি, অতীতে প্রেমিকের কাছ থেকে টেডি উপহার পেয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে একজন ভক্ত তাঁকে টেডি উপহার দিয়েছেন, যা তাঁর কাছে বিশেষ অনুভূতি হয়ে থাকবে। সময় বদলালেও ভালোবাসা প্রকাশের উপায় হিসেবে টেডি বেয়ার এখনও জনপ্রিয়, যা ভালোবাসার নরম, স্নেহপূর্ণ অনুভূতিকে বহন করে চলেছে।