Bangla Serial

Aratrika Maity: বারবার অহঙ্কারী-দেমাগি মন্তব্য ‘মিতুল’কে! সেলেব্রিটিরা ভালো রিপ্লাই দিলে পার্সোনাল অ্যাটাকেরও প্রতিবাদ কবে, নায়িকার জবাবে হাততালি

অহরহ সমাজ মাধ্যমে ট্রোলের (Troll) স্বীকার হন বিনোদন জগত মানুষ থেকে যেকোনো পাবলিক ফিগার। তা তারা যতই ভাল কাজ করুন। আর খারাপ কাজ করলে তো কথাই নেই। মোট কথা আপনি যাই করুন না যেন, এক দল নেটিজেন আপনাকে সমালোচনা করতে ওৎ পেতে বসে থাকে। আর এই সোশ্যাল মিডিয়া (Social Media) ট্রোলিংয়ের সর্বাধিক স্বীকার হন সেলিব্রিটিরা।

এবার সমাজ মাধ্যমে ট্রোলের স্বীকার হলেন ‘খেলনা বাড়ি’ খ্যাত মিতুল ওরফে আরাত্রিকা মাইতি। তবে সমালোচকদের সপাটে উত্তর দিতেও ভোলেননি অভিনেত্রী। আসলে, একজন অভিনেত্রীকে প্রতিনিয়ত ম্যানশন দিয়ে অহংকারী/দেমাগি মন্তব্য করছিলেন। তাকেই মেনশন করে জবাব দিলেন ক্ষুব্ধ অভিনেত্রী।

এক নেটিজেন বলেন, ‘একজন অভিনেত্রীকে বারবার ব্যক্তিগত আক্রমন করবেন, তারপর আবার সেই অভিনেত্রী তার উচিত জবাব দিলে সেটা নিয়েও ট্রল করবে! এটা কেমন কথা ভাই?’ অন্যজন বলছেন, ‘সেলেব্রিটিরা যেমন ভালো পোস্ট/কমেন্টের রিপ্লাই দিতে পারে, তেমন পার্সোনাল অ্যাটাকেরও প্রতিবাদ করতে পারে।’

কী লিখেছেন আরাত্রিকা? সমালোচকদের মেনশন করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি কাল থেকে দেখছি, আগেও দেখেছি, তাই আজ বাধ্য হয়ে লিখতে এলাম। নিজের নাম নিয়ে লেখাতো…আপনি আমার সঙ্গে মিশেছেন? কথা বলেছেন? না, সামনে থেকে দেখেছেন কখনও? না, আমার সঙ্গে যারা মিশেছেন তাঁদের থেকে খবর নিয়েছেন। কিছু করেছেন কখনও? আপনি বা চিনেই কী করে আমার অহংকারী বলছেন?’ অভিনেত্রীর সংযোজন, ‘আপনি অন্য ফ্যান হয়ে, আমাকে পছন্দ নাই করতে পারেন। দু চার কথা বলতেও পারেন। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না। এটা ঠিক নয়।’

অভিনেত্রীকে সমর্থন করে একজন লিখেছেন,’একজন অভিনেত্রীকে প্রতিনিয়ত ম্যানশন দিয়ে পার্সোনাল অ্যাটাক করবে আর সে অভিনেত্রী কেনো চুপ করে বসে থাকবে? একজন মানুষকে ডিরেক্ট পার্সোনাল অ্যাটাক করলে তার মনের অবস্থা কেমন হবে একবার ভেবে দেখুন। অন্য এক অনুরাগীর মতে, ‘এখন অনেকেই বলবে অভিনেতা/অভিনেত্রীদের লাভার্স/হ্যাটার্স দুটোই থাকে!
আরও অনেক অভিনেতা/অভিনেত্রীদের পার্সোনাল অ্যাটাক করা হয়, কই তারা তো রিপ্লাই দিতে আসেনা?
ওর এভাবে রিপ্লাই দেওয়াটা উচিত হয়নি!’

সাধারণত, অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীদের পার্সোনাল অ্যাটাক করলেও এভাবে কাউকে বারবার ম্যানশন করে অ্যাটাক করে না। অন্য কোনো অভিনেত মায়ের ইনবক্সে গিয়ে ডিজাস্টার অভিনেত্রীর মা বলে সম্ভোধন করে না।
আরাত্রিকার বেলায় এরকম কিছু ঘটেছে বলেই আরাত্রিকা এর যোগ্য জবাবও দিয়েছে।

WhatsApp Image 2023 12 11 at 12.26.17 4fb9fe3d

অভিনেতা-অভিনেত্রীদের যেমন অনুরাগী থাকে, তেমন হ্যাটার্সও থাকে। তবে একজন অভিনেত্রীকে সামাজিক মাধ্যমে লাগাতার ম্যানশন করে করে ব্যক্তিগত আক্রমণ সুশিক্ষা নয়। এ প্রসঙ্গে এক নেটিজেনের মত, ‘একজন অভিনেত্রীকে লাগাতার ম্যানশন দিয়ে বিরক্ত করা, একজন অভিনেত্রীর মায়ের ইনবক্সে গিয়ে ডিজাস্টার অভিনেত্রীর মা বলে সম্ভোধন করা, এটা কারো হতে পারে না!’

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র।