জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে এবার নতুন জার্নিতে তুঁতে! অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের ভক্তদের জন্য বড় খবর

ছোটপর্দা থেকে অভিনয়ে হাতেখড়ি। তারপর জনপ্রিয়তা খ্যাতি অর্জনের পর হারিয়ে যান জনপ্রিয় টেলিনায়িকারা। কেউ বা পাড়ি দেন বি-টাউনে। কেউ আবার দীর্ঘ ব্রেকের পর ফিরে আসেন পার্শ্বচরিত্রে। এমনই বহু নায়িকা রয়েছে টলিউডে ( Tollywood )। ছোটপর্দার এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত ( Dipanwita Rakshit )।

অভিনেত্রী শেষ দেখা গিয়েছিল ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকে। তুঁতে ধারাবাহিকের নায়িকা হিসাবেও অভিনয় করেছিলেন দীপান্বিতা। তবে ধারাবাহিকটি খুব বেশিদিন চলেনি। টিআরপির চাপে ঝাঁপ পড়েছিল জনপ্রিয় এই মেগার।

ইতিপূর্বে, ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নায়িকা হিসাবে খ্যাতি পেলেও অভিনেত্রীর গ্ল্যামার জগতের পথ চলার শুরু হয়েছিল পার্শ্ব চরিত্রের হাত ধরে। তাঁর প্রথম ধারাবাহিক ‘সাঁঝের বাতি’।

শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন দীপান্বিতা

এবার স্টুডিওপাড়া সূত্রে খবর খুব শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন দীপান্বিতা। দীর্ঘ বিরতির পর নতুন জার্নিতে পা রাখলেন তিনি। এবার পুজোর গানের এক মিউজিক ভিডিয়োতে দেখা যাবে দীপান্বিতাকে। অনেকদিন পর পর্দায় তাঁকে দেখতে মুখিয়ে ভক্তমহল। ইতিমধ্যেই ভিডিয়োর একটি অংশ ভাইরাল নেটদুনিয়ায়।

প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হলুদ আনারকলিতে পুজোর গানে ধুনুচি নাচছেন নায়িকা। ক্যাপশনে লেখা, অল টাইম হিট গানটি মুক্তি পেয়েছে সব স্ট্রিমিং প্লাটফর্মে। গানটি গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য। অনেকদিন পর দীপান্বিতাকে পর্দায় দেখে খুশি তাঁর ভক্তরা। তবে কবে ফিরছেন ছোটপর্দায়। আপাতত সে খবর খোলসা করেননি নায়িকা।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page